নীলরতন বন্দ্যোপাধ্যায়

Barisalpedia থেকে

বিখ্যাত রসসাহিত্যিক ও সংগীতশিল্পী নীলরতন বন্দ্যোপাধ্যায়ের (১৯১৬-১৬.৬.১৯৯২) আদি নিবাস বরিশাল। পাঁচ পুরুষ ধরে তারা বাস বারাণসীতে বাস করছিল এবং সেখানেই নীলরতন বন্দ্যোপাধ্যায়ের জন্ম। তাঁর পিতার নাম ভূপালচন্দ্র; মাতা সুখদা দেবী।

বেনারসে পিতৃব্য জগন্নাথ বন্দ্যোপাধ্যায় ও আত্মীয় পানুবাবু ও নাটুবাবুর কাছে নীলরতনের প্রথম সংগীতশিক্ষা। কর্মোপলক্ষ্যে কলকাতায় আসার পর প্রধানত ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে তিনি শিক্ষালাভ করেন। ভীষ্মদেব পন্ডিচেরিতে চলে যাবার পর চিন্ময় চট্টোপাধ্যায়ের কাছে তালিম নেন। প্রথম জীবনে ছিলেন রসসাহিত্যিক ও সংগীতশিল্পী। দীর্ঘকাল (১৯৩৯-৫৪) হাস্যরসের বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা ‘সচিত্র ভারত’ ও একই সঙেগ রঙ্গ-ব্যঙ্গের বার্ষিক পত্রিকা ‘হসন্তিকা’র সম্পাদক ছিলেন। ১৯৫৫ খ্রিস্টাব্দে এ রাজ্য ‘প্রয়াগ সংগীত সমিতি’র প্রথম কেন্দ্ররূপে পরিগণিত হয়। ওই বছরই সারা পশ্চিমবঙ্গে তিনি এবং খ্যাতনা¤œী শিল্পী মীরা চট্টোপাধ্যায় সর্বপ্রথম ‘সংগীত প্রভাকর’ উপাধি লাভ করেন। প্রায় বছর পাঁচেক আকাশবাণীর শিল্পী ছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকায় একসময় গল্প লিখেছেন, পরে লিখতেন সংগীত-বিষয়ক রচনা। স্ত্রী উমাদেবী তাঁর কাছ থেকেই উচ্চ সংগীতের তালিম নিয়েছেন। রচিত গ্রন্থ: ‘সংগীত শিক্ষা - ১ম সোপান, পরিচিত পূর্বভাগ, পরিচিত উত্তরভাগ’; ‘সংগীত সিদ্ধান্ত’, ‘পাশ্চাত্য সংগীত পরিচিতি’, ‘রবীন্দ্র প্রভাকর’, (২ খন্ড), ‘নজরুল প্রভাকর’, ‘হিন্দুস্থানী নৃত্যশৈলী কত্থক’, ‘ভীষ্মদেব সংগীত সাধক’, প্রভৃতি।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।