"নিশিকান্ত গঙ্গোপাধ্যায়"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম ১৮৮৫। মৃত্যু ২১ ডিসেম্বর ১৯৭৮। জন্মস্থান মানপাশা, ব..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

২২:৪৮, ২১ মার্চ ২০১৬ তারিখের সংস্করণ

জন্ম ১৮৮৫। মৃত্যু ২১ ডিসেম্বর ১৯৭৮। জন্মস্থান মানপাশা, বরিশাল। পিতা দীনবন্ধু গঙ্গোপাধ্যায়। গৈলায় বোনের বাড়িতে থেকে লেখাপড়া করেন। প্রথম মহাযুদ্ধের সময় বরিশাল শঙ্কর মঠের প্রতিষ্ঠাতা স্বামী প্রজ্ঞানানন্দ স্বরস্বতীর নিকট রাজনৈতিক দীক্ষা গ্রহণ করেন। স্বামীজির মৃত্যুর পর ১৯২১খ্রি. তিনি উক্ত মঠের অধ্যক্ষ হন এবং অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯৩০খ্রি. বরিশাল জেলা কংগ্রেসের সভাপতি রজনী চট্টোপাধ্যায়ের অনুরোধে বরিশালের সত্যাগ্রহ পরিচালনার সর্বাধিনায়ক মনোনীত হন। বৈপ্লবিক আন্দোলনে যুক্ত থাকার জন্য দীর্ঘ ৭ বছর বক্সা, দেউরি প্রভৃতি বন্দিনিবাসে অবরুদ্ধ থাকেন। ওই সময়ে তিনি হোমিয়োপ্যাথি পুস্তক পড়ে ডাক্তারি শেখেন এবং মুক্ত হবার পর হোমিয়োপ্যাথি চিকিৎসা করে জনপ্রিয় হন। অকৃতদার ছিলেন। ১৯৪২ খ্রি. ‘ভারত ছাড়ো’ আন্দোলনে পুনরায় ধৃত হয়ে ৩ বছর কারারুদ্ধ ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।