নাসির উদ্দিন, কমান্ডার

Barisalpedia থেকে

মুক্তিযুদ্ধকালে বেইজ কমান্ডার, বাকেরগঞ্জ। নাসির উদ্দিন বাকেরগঞ্জ থানার চরামদ্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা খাদেম আলী হাওলাদার। তিনি ১৯৬২ সালে নৌবাহিনীতে যোগ দেন। ১৯৭০ সালে নির্বাচনের সময় তিনি ছুটিতে আসেন। তিনি নির্বাচনী প্রচারে যোগ দেন। ১৯৭১ সালের জুনের শেষে তিনি বাকেরগঞ্জে মুক্তিবাহিনী গঠন করেন। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জাফর ও নাসিরউদ্দিনের সাথে মতদ্বৈততা হলে জাফর পৃথক দল গঠন করেন। নাসিরউদ্দিনের বাহিনীতে ৭০০ মুক্তিযোদ্ধা ছিল। চরামদ্দি, কামারমাঝি, দুধাল, পাদ্রী শিবপুর, ম্যামপুর, মহেশপুরে নাসিরউদ্দিন পাকবাহিনীর বিরুদ্ধে কয়েকটি যুদ্ধে জয়লাভ করেন। তিনি বাকেরগঞ্জ থানা আক্রমণ, শ্যামপুর যুদ্ধে নেতৃত্ব দেন। স্বাধীনতার পর তিনি চরম দারিদ্র্য ও হতাশায় জীবন কাটান। অবশেষে ১৯৮৫ সালের ১ নভেম্বর বরিশাল শেরে বাংলা হাসপাতালে দেহত্যাগ করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।