নলিনী মিত্র

Barisalpedia থেকে

জন্ম ১৮৯২। মৃত্যু ২০ অক্টোবর ১৯৭৮। জন্মস্থান বরিশাল। কলেজের শিক্ষাশেষে বিভিন্ন স্থানে প্রধান শিক্ষকের কাজ করেছেন ও স্বদেশি আন্দোলনে ছাত্রদের উৎসাহ জুগিয়েছেন। বরিশাল ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে পরে ছাড়া পান। ১৯২১খ্রি. অসহযোগ আন্দোলন থেকে ১৯৪২খ্রি. ‘ভারত ছাড়ো’ আন্দোলনের প্রত্যেকটিতে সক্রিয়ভাবে যুক্ত থেকে নোয়াখালি জেলার স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছেন। ১৯২১খ্রি. গঠিত নিখিল বঙ্গ শিক্ষক সমিতির প্রথম সময়কার সম্পাদক ছিলেন। সরকারি নির্দেশে নোয়াখালির উকিলপাড়া থেকে বহিষ্কৃত হয়ে কলকাতায় আসেন এবং অধুনালুপ্ত ‘লিবার্টি’ পত্রিকায় যোগ দেন। পরে বিভিন্ন স্থানে প্রধানশিক্ষকরূপে কাজ করেছেন। দেশবিভাগের পর ভারতে এসে বাটানগরে ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।