নলছিটি থানা দখল যুদ্ধ ১৯৭১

Barisalpedia থেকে

১৯৭১ সালের ১৭ মে প্রথম মুক্তিযোদ্ধারা নলছিটি থানা আক্রমণ করেন। ২ ঘন্টার যুদ্ধে নলছিটি বারৈকরণ গ্রামের ইউনুস শহীদ ও কয়েকজন আহত হন। ১৪ নভেম্বর মুক্তিবাহিনী দ্বিতীয়বার নলছিটি থানা আক্রমণ করে রাজাকার ও পুলিশকে পরাস্ত করে। খাটের নিচে পালিয়ে থাকা এক রাজাকার গুলি করে সুবিদপুর গ্রামের মুক্তিযোদ্ধা মালেককে হত্যা করে। ১৭ নভেম্বর পাকবাহিনী নলছিটি ফয়রা ক্যাম্প আক্রমণ করে। যাতায়াত ব্যবস্থা ভাল না থাকায় পাকসেনারা দরগাবাড়ি পর্যন্ত যায়। ১৫ ডিসেম্বর থানা পুলিশ ও রাজাকার দল আত্মসমর্পণ করে এবং নলছিটি শত্রুমুক্ত হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫