নলচিড়ার জমিদার সৈয়দ পরিবার

Barisalpedia থেকে

নলচিড়ার জমিদার সৈয়দ পরিবার মূলত তপ্পে নাজিরপুর পরগণার জমিদার। চন্দ্রদ্বীপ হতে নাজিরপুর পরগণা সৃষ্টি হয়। স¤্রাট জাহাঙ্গীর রাজকার্যে সন্তুষ্ট হয়ে তার উজির উলফত গাজীকে তপ্পে নাজিরপুর পরগণা প্রদান করেন।


জমিদারি প্রতিষ্ঠাতা পরিচয়

উলফত গাজী বিহারের গাজীপুরের অধিবাসী। কথিত আছে তিনি হজরত ফাতেমা (রাঃ) এর বংশধর। তিনি ঢাকা বাস করতেন। তাঁর মৃত্যুর পর পুত্র সৈয়দজান মুলাদী থানার তেরচর নামক স্থানে বাসস্থান নির্মাণ করেন। তাঁর পুত্র সৈয়দ হোসেনজান একজন ধর্ম প্রচারক ও প্রজাবৎসল জমিদার ছিলেন। খুব সম্ভব ইসলাম ধর্ম প্রচারের জন্য তার অপর নাম ছিল সৈয়দ কুতুব বা মির কুতুব।


বংশ তালিকা

সৈয়দ উলফত গাজীর পুত্র সৈয়দজান, তাঁর পুত্র আইনউদ্দীন, তাঁর পুত্র শামসুদ্দীন, তাঁর পুত্র হোসেন উদ্দীন, তাঁর পুত্র ইমাম উদ্দীন, তাঁর পুত্র সিরাজ উদ্দীন, তাঁর পুত্র হোসেন উদ্দীন, তাঁর পুত্র মমতাজ উদ্দীন; মমতাজ উদ্দীনের তিন পুত্র হামিদ উদ্দীন, আকিদ উদ্দীন ও সিরাজ উদ্দীন; আকিদ উদ্দীনের তিন পুত্র মাহতাব উদ্দীন, কুতুব উদ্দীন ও আলাউদ্দীন; আলাউদ্দীনের পুত্র সৈয়দ জিয়াউদ্দিন।


নলচিড়ায় বসতি স্থাপন

তেরচরে ভাঙ্গন দেখা দিলে সৈয়দ জানের পুত্র হোসেন জান তথা মির কুতুব নলচিড়ায় বসতি স্থাপন করেন।


কীর্তিমানগণ

হোসেন জানের পুত্র আইনউদ্দিন। আইনউদ্দিনের পুত্র শামসুদ্দিন ১৭০৪ খৃৃস্টাব্দে নাজিরপুরের জমিদার ছিলেন। তার পুত্র হোসেন উদ্দিন। সৈয়দ হোসেন উদ্দিনের পুত্র সৈয়দ ইমাম উদ্দিনের সাথে ইংরেজদের যুদ্ধ হয়। ইমাম উদ্দিনের পুত্র ছিলেন সিরাজউদ্দিন। সিরাজউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র হোসেন উদ্দিন জমিদার ছিলেন। সৈয়দ পরিবার লাখেরাজ ও কয়েকটি খারিজা তালুক ভোগ করত। হোসেন উদ্দিনের নাতি সৈয়দ আকিদউদ্দিনের পুত্র এডভোকেট সৈয়দ কুতুব উদ্দিন কংগ্রেসের সদস্য ও প্রজা পার্টির বিশিষ্ট কর্মী ছিলেন। সৈয়দ কুতুব উদ্দিনের ভাই সৈয়দ আলাউদ্দিন একজন সমাজকর্মী ছিলেন। সৈয়দ কুতুব উদ্দিনের বড় ভাই মাহতাব উদ্দিনের কন্যা কাউখালী নিবাসী যুগ্ম সচিব সিরাজ উদ্দীনের স্ত্রী ছিলেন। তিনি জেলার মুসলিম মহিলাদের মধ্যে তৃতীয় গ্র্যাজুয়েট।


জমিদারির অবসান

উত্তরাধিকারীদের মধ্যে বিবাদ শুরু হলে রাজস্ব বাকি পড়ে এবং নাজিরপুর পরগণা ১৮২৯ খৃৃস্টাব্দে নিলামে বিক্রি হলে কলকাতার পাথুরিয়ার ঠাকুর বংশ তা ক্রয় করে।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।