নমোব্রহ্ম

Barisalpedia থেকে

‘নমোব্রহ্ম’ একটি ত্রৈমাসিক পত্রিকা। ১৯২৩ সালে নি¤œবর্ণের হিন্দুদের শিক্ষাদীক্ষা ও সার্বিক উন্নয়নের প্রেরণায় সমৃদ্ধ হয়ে প্রকাশিত হয় ত্রৈমাসিক ‘নমোব্রহ্ম’। অনগ্রসর নমঃশূদ্র স¤প্রদায়ের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টির লক্ষ্যে অশ্বিনীকুমারের বরিশালে আগমনকাল থেকেই যে প্রচেষ্টা চলেছিল তারই ধারাবাহিকতায় নমঃশূদ্র স¤প্রদায়ের মুখপত্র হিসেবে পত্রিকাটি আত্মপ্রকাশকরে। এর স¤পাদক ছিলেন রায়সাহেব যামিনীকান্ত রায়।

বাংলা ১৩৩০ সালের ভাদ্র-আশ্বিন সংখ্যা ‘ব্রহ্মবাদীতে’ পত্রিকাটি স¤পর্কে লেখা হয়েছে : নমোব্রহ্ম’ নামে বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় সংখ্যাত্রয় সম্বলিত একখানি ক্ষুদ্র পত্রিকা বরিশাল হইতে বাহির হইয়াছে। সম্ভবতঃ ইহা ত্রৈমাসিক আকারে বাহির হইবে। নমঃশূদ্র সমাজের মুখপত্র রূপেই ইহার বক্তব্য বিষয় থাকিবে। আফ্রিকা প্রত্যাগত ডা. যামিনীকান্ত রায় ইহার স¤পাদক। বর্তমান সংখ্যায় শিক্ষা, সমাজ, রাজনীতি প্রভৃতি সমস্ত বিষয়েই ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা ও সংবাদ আছে। আমরা ইহার মঙ্গল কামনা করি।’


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।