দস্তর খাঁ

Barisalpedia থেকে

সম্রাট শাহজাহানের রাজত্বকালে দিল্লীতে শাহানা নামে এক তাপসী মহিলা ছিলেন। তার পুত্র দস্তর খাঁ ও রুস্তম খাঁ শাহজাহানের পুত্রদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলে বাংলাদেশে চলে আসেন। দস্তর খাঁ স্বরূপকাঠি থানার সোহাগদলে বসতি স্থাপন করেন। সোহাগদলে তার মাজার ও দীঘি আছে। দীঘিটি ভরে গেছে। তার মাজারে ফার্সী ভাষায় লেখা একখানা পাথর আছে। সোহাগদলের খাঁ ও কোতোয়ালি থানার সিংহেরকাঠির আমজেদ খাঁর পরিবার তার বংশধর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।