তিতুরাম পুততুণ্ড

Barisalpedia থেকে

চন্দ্রদ্বীপের ইতিহাস লেখক শ্রীবৃন্দাবন পুততুণ্ডের পূর্ব পুরুষ ছিলেন তিতুরাম পুততুণ্ড। তিনি চন্দ্রদ্বীপের রাজা উদয় নারাায়ণ কর্তৃক সনদপ্রাপ্ত হন। লক্ষ্মণ সেনের সভাকবি গোবর্ধন আচার্য গৌর পতনের পর বাকলা রাজ্যে আশ্রয় নিয়েছিলেন। তার অধীনস্থ তিতুরাম পুততুণ্ড হোসেনপুরের সূর্যদেব চক্রবর্তীর কন্যাকে বিয়ে করেন এবং ১৭৪১ খৃৃস্টাব্দে বর্তমান ঝালকাঠির গাভারামচন্দ্রপুর ইউনিয়নের হোসেনপুরে বসতি স্থাপন করেন। তিতুরাম জ্যোতিষ শাস্ত্রে অগাধ পণ্ডিত ছিলেন। তিনি উদয় নারায়ণের ভবিষ্যৎ গণনা করে চারখানা সনদ লাভ করেন। উক্ত সনদ বলে তিনি নিজ গ্রামে ১১৬৫ সনের ২৭ পৌষ, বাউফল থানার আদমপুরে ১১৬৭ সনের ২ মাঘ, ঝালকাঠির রামচন্দ্রপুরে ১১৬৭ ও ১১৭১ সনে পুত্র প্রাণকৃষ্ণ ও সূর্য নারায়ণের নামে ঝালকাঠি, কল্যাণকাঠি ও শিবনকাঠি গ্রামে সম্পত্তি লাভ করেন। এই সনদগুলো ১৮০০ খ্রিস্টাব্দে ঢাকার কালেক্টরের নিকট জমা দেয়া হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।