তারিণীকুমার গুপ্ত

Barisalpedia থেকে

জন্ম ১৮৫০। মৃত্যু ১১ জানুয়ারি ১৯২৪। জন্মস্থান সরমহল, বরিশাল। পিতা রামকৃষ্ণ। স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী ডাক্তার। দরিদ্র পরিবারে জন্ম। বরিশাল জেলা স্কুল থেকে স্বর্ণপদক-সহ প্রবেশিকা পাশ করেন ১৮৭৪ সালে। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এল.এম.এস. পাশ করে ১৮৮০খ্রি. বরিশালে চিকিৎসা ব্যাবসা আরম্ভ করেন এবং জেলার সর্বত্র সুচিকিৎসকরূপে বিশেষ খ্যাতিমান হন। বিনা পারিশ্রমিকে তিনি বহু দরিদ্রের সেবা করেছেন। মিউনিসিপ্যাল কমিশনার ও চেয়ারম্যানরূপে সংক্রামক রোগীর বাড়িতে নিজে গিয়ে বিনা ফিতে চিকিৎসা করতেন। শহরের অন্যতম বিশিষ্ট ব্যক্তি হলেও তিনি রাজপুরুষদের সঙ্গে দেখা করতে সম্মত হননি। নির্ভীক, তেজস্বী ও অনাড়ম্বর জীবনের এই নেতা বরিশালের সকল কাজেই অশ্বিনীকুমার দত্তের সহকর্মী এবং বরিশাল কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন। চিকিৎসার জন্য অশ্বিনীকুমার কলকাতায় গেলে ৭২ বছর বয়সে তিনি কংগ্রেসের সভাপতির কাজ যোগ্যতার সঙ্গে সম্পাদনা করেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।