তারা

Barisalpedia থেকে

বরিশালের খৃস্টিয় সমাজের একটি মাসিক পত্রিকা। ১৯২০ সালে (বৈশাখ, ১৩২৬) বরিশাল অক্সফোর্ড মিশন থেকে রেভারেন্ড ফাদার জন রোপার কুক- এর স¤পাদনায় মাসিক ‘তারা’ আত্মপ্রকাশ করে। পত্রিকাটির রেজিস্ট্রেশন নম্বরছিল সি-৯০৮। প্রায় ১৪ বছর পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়। ডিমাই ১/৮ সাইজে এক ফর্মা সাদা কাগজে ছাপা এই পত্রিকাটিতে খ্রিস্ট ধর্ম, সমাজ, অর্থনীতি, কৃষি প্রভৃতি বিষয়ে সংবাদ ও নিবন্ধাদি ছাপা হতো। মূলত বাংলার খ্রিস্টীয় স¤প্রদায়ের শিক্ষার মানোন্নয়ন, ধর্ম ও অন্যান্য বিষয় স¤পর্কে অবহিত করানোর লক্ষ্যেই এ পত্রিকাটি প্রকাশিত হয়। পত্রিকাটি প্রথম দিকে ঢাকা থেকে ছেপে আনা হলেও, অল্পকিছুদিন পরেই বরিশালের আদর্শ যন্ত্রে শ্রী সুকুমার চট্টোপাধ্যায় কর্তৃক মুদ্রিত হতো। পত্রিকাটির প্রথম সংখ্যা প্রচ্ছদে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ ছবি এবং তার নিচে ‘তারাটি দেখিতে পাইয়া তাহারা অতিশয় আনন্দিত হইলেন’ লেখা ছিল। সব সংখ্যারই প্রচ্ছদে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ ছবির নিচে পবিত্র বাইবেল গ্রন্থের এক একটি উদ্ধৃতি থাকত। প্রতি সংখ্যার দাম ছিল দুই পয়সা এবং ডাক মাশুল দুই পয়সা।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।