জ্যোতিষচন্দ্র সেনগুপ্ত

Barisalpedia থেকে

স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী জ্যোতিষচন্দ্র সেনগুপ্তের জন্ম বর্তমান গৌরনদী থানার মাহিলাড়া গ্রামে ১৮ মার্চ ১৯১০ তারিখে। তাঁর মৃত্যু তারিখ ২৩ এপ্রিল ২০০৫।

গ্রামের স্কুলে পড়া শেষ করে কলাকাতার সিটি কলেজে ভরতি হন। সাংসারিক কারণে পড়া ছেড়ে চাকরিতে ঢোকেন। মাতুল বিপ্লবী মনোরঞ্জন গুপ্তের সান্নিধ্যে বিপ্লবী আদর্শে উদবুদ্ধ হন। বি.এ. পরীক্ষার আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়নের অধ্যাপক এইচ.কে. সেন-এর পি.এ. হিসেবে কিছুদিন চাকরি করেন। পরে সদ্য স্থাপিত ইন্ডিয়ান ইনস্টিটিউট-এর মেডিক্যাল রিসার্চ সংস্থায় যোগ দেন। বর্তমানে এই সংস্থাটি আই.আই.সি.বি. নামে এদেশের অন্যতম গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত। দেশবিভাগের পর কলকাতার পার্শ্ববর্তী বারাসতের স্থায়ী বাসিন্দা ছিলেন। এই এলাকার যাবতীয় গঠনমূলক ও প্রগতিশীল কাজের সঙ্গে তিনি জড়িত ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।