জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড.

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২১:১১, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম ১০ জুলাই ১৯২০। মৃত্যু ৩০ মার্চ ১৯৭১। বরিশাল। কুমুদর..." দিয়ে পাতা তৈরি)

জন্ম ১০ জুলাই ১৯২০। মৃত্যু ৩০ মার্চ ১৯৭১। বরিশাল। কুমুদরঞ্জন। প্রখ্যাত শিক্ষাবিদ। ময়মনসিংহ জেলা স্কুল থেকে ম্যাট্্িরক, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আই,এসসি. এবং ১৯৪২ খ্রি. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে প্রথম স্থান অধিকার করে বি.এ. পাশ করেন। এই পরীক্ষায় দর্শনশাস্ত্রে রেকর্ড নম্বর পাওয়ার জন্য ‘পোপস মেমোরিয়েল গোল্ড মেডাল’ প্রাপ্ত হন। ১৯৪৩খ্রি. এম.এ. পরীক্ষায়ও প্রথম স্থান অধিকার করেন। ১৯৪৮খ্রি. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির লেকচারার পদে বৃত হন। ১৯৬৬খ্রি. কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে পিএইচ.ডি. লাভ করে দেশে ফিরে এসে কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পর সেখানকার রিডার হন। নিবন্ধকার হিসাবেও খ্যাতিমান হয়েছিলেন। সমন¦য়বাদে বিশ্বাসী ছিলেন। দেশবিভাগেরর পর পূর্ব-পাকিস্তানে থেকে যান। তিনি বলতেন, পাকিস্তান রাষ্ট্রে শুধু হিন্দুরাই দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়, পূর্ব-পাকিস্তানের মুসলমানেরাও তাই। ১৯৭১খ্রি. পূর্ববঙ্গের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে পাকিস্তানি শাসকদের হাতে অন্যান্য বুদ্ধিজীবীদের সঙ্গে তিনিও নিহত হন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।