জীব গোস্বামী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৪৯, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জীবনকাল আনুমানিক ১৫১০-১৬০০। আদি নিবাস প্রাচীন চন্দ্রদ্ব..." দিয়ে পাতা তৈরি)

জীবনকাল আনুমানিক ১৫১০-১৬০০। আদি নিবাস প্রাচীন চন্দ্রদ্বীপ। পিতা বল্লভ, নামান্তরে অনুপম মল্লিক। রূপ ও সনাতন গোস্বামীর ভ্রাতুষ্পুত্র। জ্যেষ্ঠতাতদের সংসার ত্যাগের সময় জীব গোস্বামী শিশু ছিলেন। গৌড়ে শিক্ষালাভ করেন। নিত্যানন্দের আদেশে বৃন্দাবনে যান। চৈতন্য-দত্ত নাম অনুপ বা অনুপম। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ছয় গোস্বামীর তিনি একজন। কাশীতে মধুসূদন বাচস্পতির নিকট বেদান্ত শিক্ষা করেন। বৃন্দাবনে রূপ গোস্বামীর নিকট দীক্ষা নেন। রূপ সনাতনের গ্রন্থ-রচনায় সাহায্য করতেন এবং জ্যেষ্ঠতাতদের তিরোধানের পর বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অধিনায়ক হন। বৃন্দাবনের গোস্বামীদের শেষ শাস্ত্রকর্তা। অনেকগুলি সংস্কৃত গ্রন্থের রচয়িকা। ভাগবত, ব্রহ্মসংহিতা ও রূপ গোস্বামী রচিত ভক্তিরসামৃতসিন্ধু ও উজ্জ্বলনীলমণির টীকাকার। তাঁর রচিত ছ-টি দার্শনিক গ্রন্থ ‘ষটসন্দর্ভ’ নামে খ্যাত। কৃষ্ণলীলা বিষয়ক তাঁর বিপুলায়তন গ্রন্থ ‘গোপালচম্পূ’। তাঁর রচিত সংস্কৃত ব্যাকরণ: ‘হরিনামামৃত’। এর সূত্র ও বৃত্তি হরিনাম ব্যবহার করে লেখা। এ ছাড়াও রচিত বহু স্ত্রোত্র আছে। তাঁর সমস্ত রচনাই সংস্কৃতে লেখা।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।