জাহাঙ্গীর হোসেন বীরপ্রতীক, শহীদ সিপাহী

Barisalpedia থেকে

শহীদ সিপাহী জাহাঙ্গীর হোসেন বীরপ্রতীকের বাড়ি চরকাউয়া দিনারেরপুলের এলাকায়। পিতা আবদুল মজিদ মোল্লা, মা ফাতেমা বেগম। তিনি ইপিআরে চট্টগ্রাম ১৪ নম্বর উইংয়ে কর্মরত ছিলেন। ২৫ মার্চ রামগড়ে ছিলেন। সেক্টর কমান্ডার ক্যাম্পেন রফিকুল ইসলামের নির্দেশ ২৬ মার্চ কুমিরায় চলে আসেন এবং ২৮ মার্চ পর্যন্ত কুমিল্লা থেকে আগত পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। কুমিরা যুদ্ধে ২৮ মার্চ জাহাঙ্গীরসহ ১৪ জন ইপিআর শহীদ হন। ১৯৭৩ সালে তাঁকে বীরপ্রতীক পদক প্রদান করা হয়। তিনি অবিবাহিত ছিলেন। তার ছোট ভাইয়ের নাম বাবুল মোল্লা।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।