জগন্নাথ পঞ্চানন

Barisalpedia থেকে

জীবনকাল অষ্টাদশ শতাব্দী। জন্মস্থান নলচিড়া, গৌরনদী, বরিশাল। পিতা রমাকান্ত বাচষ্পতি। বাকলা সমাজের শীর্ষস্থানীয় নৈয়ায়িক বংশে তাঁর জন্ম। তাঁর সময় নলচিড়া ‘নিম নবদ্বীপ’ অর্থাৎ অর্ধ-নবদ্বীপ নামে বিখ্যাত হয়েছিল। এই বংশের প্রাধান্যকালে বহু কাশীবাসী ও দ্রাবিড়ি ছাত্র নলচিড়ায় এসে অধ্যয়ন করেছেন। রাজা রাজবল্লভের সভায় বাকলার এগারো জন নিমন্ত্রিত প-িতের মধ্যে জগন্নাথ অন্যতম ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।