চেচরিরামপুরের তালুকদার পরিবার

Barisalpedia থেকে

কাঠালিয়া থানার চেচরিরামপুর ইউনিয়নের টেন্ডুর খাঁ বিখ্যাত তালুকদার ছিলেন। তার বংশধরই চেচরিরামপুরের বিখ্যাত তালুকদার পরিবার।


বংশ তালিকা

নাসির খাঁর পুত্র ভেলা খাঁ ও ভোলা খাঁ, ভোলা খাঁর পুত্র আহসান, তার পুত্র মোয়াজ্জেম হোসেন খাঁ (নয়া মিয়া), তার পুত্র তোফাজ্জল হোসেন খাঁ (তোতা মিয়া) ও নুরুল হোসেন খাঁ (নান্না মিয়া), তোফাজ্জল হোসেন খাঁর (তোতা মিয়া) পুত্র জাহাঙ্গীর কবীর ও এ এইচ আলমগীর।

ইতিহাস ও কীর্তি

টেণ্ডুর খাঁ বিহারের সাসারামের শেরশাহের বংশধর ছিলেন। তিনি বিহার থেকে ফরিদপুর এবং পরে কাঠালিয়ার চেচরিরামপুরে বসতি স্থাপন করেন। টেঙ্গুর খারঁ সৈয়দপুর পরগণায় তালুক ছিল। এ পরিবার রাজনৈতিক সচেতন ছিল। ব্রিটিশ সরকারের সাথে প্রায়ই তাদের বিরোধ হতো। নুরুল হক নান্না মিায়া হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহচর ও বাংলা মুসলিম লীগ স্বোচ্ছাসেবক বাহিনীর সম্পাদক ছিলেন। এ বংশের জাহাঙ্গীর কবীর একজন সাংবাদিক ছিলেন। তিনি ১৯৭৫, ১৯৮৬ ও ১৯৮৮ খৃৃস্টাব্দে কাঁঠালিয়া-ভাণ্ডারিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।