চন্দ্রদ্বীপ পরগণার জমিদারগণ

Barisalpedia থেকে

চন্দ্রদ্বীপ পরগণা সৃষ্টি হয় ১৭২৮ সালে। ১৭৯৯ সালে নিলামে বিক্রি হওয়ার পূর্ব পর্যন্ত এ পরগনায় চন্দ্রদ্বীপ রাজাদের বাইরে রাজা কীর্তিনারায়ণের বংশধর কেওড়ার বাকলাই ছাড়া আর খুব বেশি জমিদার ছিল না। তবে রাজাদের দানে কয়েকটি দেওয়ান পরিবারের তালুক ছিল।

১৭৯৯ সালে রাম মানিক মুদি, জন পেনেটি ও দাল সিং এই পরগণার অধিকাংশ তালুক নিলামে কিনে নেয়। এরপর থেকে চন্দ্রদ্বীপ পরগণার অনেক জমিদার সৃষ্টি হয়। যে-সকল পরিবার বিভিন্ন সময়ে চন্দ্রদ্বীপের বিভিন্ন অংশের জমিদারি করেছেন তাদের তালিকা নি¤œরূপ: ১. চন্দ্রদ্বীপ তথা মাধবপাশার রাজ পরিবার, ২. মাধবপাশার রাম মানিক মুদি পরিবার, ৩. নলছিটির দাল সিংহ বর্মণ পরিবার, ৪. কোলকাতার জন পেনেটি পরিবার, ৫. রহমতপুরের চক্রবর্তী পরিবার, ৬. লাখুটিয়ার রায়চৌধুরী পরিবার, ৭. চাখারের মজুমদার ও সৈয়দ (মীর) পরিবার, ৮. কড়াপুরের মিয়া পরিবার, ৯. জাতিচ্যুত কীর্তিনারায়ণের বংশধর কেওড়ার বাকলাই পরিবার, ১০. বাবুগঞ্জের আগরপুরের মিয়া পরিবার, ও ১১. ঝালকাঠির ভারুাকঠির শেখ পরিবার।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।