গৌরিচন্না প্রজা সম্মেলন ১৯৩০

Barisalpedia থেকে

জমিদারদের অত্যাচারে দক্ষিণাঞ্চলের কৃষক সমাজ জর্জরিত ছিল। তাই এ অঞ্চলের কৃষকদের সংঘবদ্ধ করার জন্য সম্মেলনের প্রয়োজন ছিল। কৃষক নেতৃবৃন্দ ১৯৩০ খ্রিস্টাব্দের গৌরিচন্না গ্রামে প্রজা সম্মেলনের আহ্বান করেন। সভাপতি জেলার অবিসংবাদিত কৃষক নেতা হাশেম আলী খান। বাণীকণ্ঠ সেন, হাতেম আলী জমাদ্দার, খাদেম আলী মৃধা, সরিষামুড়ীর কালু মাষ্টার, ফুলঝুড়ির রুসমত আলী খান, বরগুনার আবদুল কাদের লাল মিয়া সম্মেলনেক সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। হাজার হাজার কৃষক সম্মেলনে যোগ দেয়। সম্মেলন শেষে জমিদার ও ঢাকার নবাবের কর্মচারীরা স্থানীয় কৃষকদের ওপর আরো নিপীড়ন চালায় এবং অনেকের খাজনা বৃদ্ধি করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।