গৌরনদীর গরুড় মূর্তি

Barisalpedia থেকে

১৯৬৮ খ্রিঃ গৌরনদীর নিকটে জঙ্গল হতে চাখার কলেজের একদল ছাত্র ও শিক্ষক একটি গরুড় মূর্তি উদ্ধার করে। বিষ্ণুর বাহন গরুড় মূর্তিটি ১১ শতকের। কৃষ্ণ পাথরের এই মূর্তিটি দুই ফুট উঁচু। মূর্তিটি ঢাকা জাদুঘরে রক্ষিত আছে। উনিশ শতকের শেষভাগে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে চন্দ্রদ্বীপের এক বিরাট অঞ্চল জনশূন্য হয়ে পড়ে। খুব সম্ভব এ সময় মূর্তিটি মাটি চাপা পড়ে। আবার অনেকে মনে করেন মুসলমান সৈন্যদের ভয়ে অনেকে দেব-দেবীর মূর্তি জঙ্গল ও পুকুরে ফেলে দেয়।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।