কীর্তিপাশা জমিদার বাড়ি, ঝালকাঠি

Barisalpedia থেকে

ঝালকাঠি তথা বৃহত্তর বরিশাল অঞ্চলে কীর্তিপাশা জমিদারগণ বিশেষ খ্যাতিসম্পন্ন পরিবার হিসেবে চিহ্নিত। কীর্তিপাশা জমিদারি এই পরিবারের দুর্গাদাস সেনের প্রপৌত্র কৃষ্ণরামের কর্তৃক প্রতিষ্ঠিত হয়। কৃষ্ণরাম এবং তার অপর দুই ভাই রায়েরকাঠি জমিদারদের কর্মচারি হিসেবে নিয়োজিত ছিলেন। কোনো এক সময়ে জয়নারায়ণের জমিদারি বিপর্যয়ের সম্মুখীন হলেও কৃষ্ণরামের বুদ্ধিমত্তার কারণে জমিদারি রক্ষা করা সম্ভব হয় এবং তিনি মজুমদার উপাধিতে ভুষিত হন। এই পরিবারের কালী প্রসন্ন কুমারের স্ত্রী হরসুন্দরী স্বামীর মৃত্যুর পর চিতায় আত্মাহুতি দেন। তার এই আত্মহুতি তৎকালীন সময়ে বিশেষ আলোড়ন সৃষ্টি করে। আগেই উল্লেখ করা হয়েছে যে, কীর্তিপাশা জমিদার পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন সময়ে সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে নিজেদের সুনাম বৃদ্ধি করেন । এই সকল কর্মকা-ের মধ্যে নবকৃষ্ণ গাবখান নদী থেকে খাল খনন এবং বিভিন্ন রাস্তা নির্মাণ উল্লেখযোগ্য। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শশী কুমার তৎকালীন সময়ে কীর্তিপাশায় একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন বলে জানা যায় । এই পরিবারের চন্দ্রনাথ সেন বরিশাল শহরে সেই সময়ে ভয়াবহ কলেরা রোগের চিকিৎসার জন্য একটি কলেরা ওয়ার্ড স্থাপন করেছিলেন। কীর্তিপাশা জমিদারদের কীর্তিসমূহের সবকিছুই প্রায় বিলুপ্ত। শুধুমাত্র তাদের ভগ্ন বসত-বাড়ি এবং হরসুন্দরী দেবীর সহ-মরণের বেদিটি কোনো প্রকারে টিকে থেকে অতীতদিনের ধর্মীয় বিশ্বাসকে প্রকাশ করে চলেছে।

Image 12.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।