কামরুন্নাহার লাইলী

Barisalpedia থেকে

জন্ম ১৯৩৭। মৃত্যু ঢাকায় ১২ মে ১৯৮৪। জন্মস্থান ডুমুরতলা, বরিশাল। আইনজীবী, রাজনীতিবীদ। ১৯৫১ খ্রি. পিরোজপুর গালর্স স্কুল থেকে ম্যাট্্িরক, বরিশাল বি.এম. কলেজ থেকে আই.এ., ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বি.এ.(অনার্স) এবং ১৯৫৭ খ্রি. ইতিহাসে এম.এ. পাশ করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৫৬ খ্রি. প্রতিষ্ঠিত পাক-চীন মৈত্রী সমিতির প্রতিষ্ঠাতা সদস্যা। তিনি ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়ার জন্য তৎকালীন সরকার কর্তৃক ঢাকা থেকে বহিষ্কৃত হন। পরে ন্যাশনাল আওয়ামি পার্টির (ন্যাপ) সদস্য হিসাবে (১৯৭০) নিযুক্ত থাকেন। ছাত্রাবস্থায় ১৯৫৭ সালে সাপ্তাহিক ‘অবরূদ্ধা’ ও পরে ‘দৈনিক ইত্তেফাক’-এর মহিলা বিভাগের সম্পাদিকা ছিলেন। এম.এ. পাশ করার পর ১৯৫৮ সালে আনন্দময়ী গার্লস স্কুলে কিছুদিন শিক্ষকতা করেন। ১৯৬৩খ্রি. আইন পরীক্ষায় পাশ করে অ্যাডভোকেট হিসাবে ঢাকা ডিস্ট্রিক্ট বার ও ঢাকা হাই কোর্টে যোগ দেন। তিনিই প্রথম বার কাউন্সিলের মহিলা সদস্য ও বাংলাদেশ সরকার তাঁকে একমাত্র মহিলা ‘নোটারি পাবলিক’Ñএর স্বীকৃতি দেয়। বিশ্ববিদ্যালয় জীবনে পূর্ব পাকিস্তান ছাত্রইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী এবং ডাকসুর নির্বাচিত সদস্য। মৃত্যুর আগে পর্যন্ত তিনি সুপ্রিয় কোর্টে কর্মরত ও ‘বাংলাদেশ-চীন মৈত্রী’ সমিতির সভানেত্রী ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান ও বাংলা একাডেমী চরিতাভিধান।