কাউখালী উপজেলা

Barisalpedia থেকে

১৮০০ খৃস্টাব্দে জেলা কালেক্টরের লেখা এক চিঠিতে বাখরগঞ্জ জেলার যে ১০টি থানার নাম পাওয়া যায় তার একটি খেলাখালী, অর্থাৎ বর্তমান কাউখালী। তবে বাংলাপিডিয়া লিখেছে ১৯০৬ সালে থানাটি প্রতিষ্ঠিত। ১৯১৫ খৃস্টাব্দে পিরোজপুর মহকুমার যে ১০টি থানার নাম পাওয়া যায় তার একটি কাউখালী। ১/৮/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

কাউখালী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. ড. আবুল খায়ের (১৯২৯ সালের ১ এপ্রিল- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর), শহীদ বুদ্ধিজীবী ও অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়; গ্রাম: কাঁঠালিয়া।

শিয়ালকাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মাওলানা আব্দুর রহিম (২ মার্চ ১৯১৮ - ১ অক্টোবর ১৯৮৯), লেখক ও ১৯৭৯ সালে এমপি।

কাউখালী উপজেলার সামন্ত পরিবার

১. আমড়াঝুরির তালুকদার দত্ত পরিবার

কাউখালী উপজেলার ঐতিহাসিক ঘটনাসমূহ

১. কেউন্দিয়ার যুদ্ধ, কাউখালী, ১৯৭১


কাউখালী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. ড. আবুল খায়ের কাউখালী, অধ্যাপক, ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. নায়েক জালালউদ্দীন, কেউন্দিয়া; সম্মুখ যুদ্ধে ১২ এপ্রিল খুলনায় শহীদ। ৩. মোক্তাদিরুল ইসলাম বেল্লাল, কেউন্দিয়া, ছাত্র, পিরোজপুর কলেজ। ৪. নুরুল মমিন, কেউন্দিয়া। ৫. মজিদ মৃধা, কেউন্দিয়া। ৬. হাফিজুর রহমান, কেউন্দিয়া। ৭. এসহাক আলী, কেউন্দিয়া। ৮. মোশারেফ আলী হাওলাদার, মধুরকাটি। ৯. আবদুর রব খাঁ, শিয়ালকাঠি। ১০. দুলালচন্দ্র মুখার্জি, আমরাজুড়ি, ছাত্র, ঝালকাঠি কলেজ। ১১. সুভাষচন্দ্র দত্ত ছাত্র, কচুয়াকাটি। ১২. নগেন্দ্রনাথ রজক দাস, আমরাঝুড়ি। ১৩. সাধনা রাণী কুন্ড, বলভদ্রপুর। ১৪. কৃষ্ণকান্ত, বলভদ্রপুর। ১৫. বিজয়কৃষ্ণ কুন্ড, কচুয়াকাটি। ১৬. শেফালী রাণী কু-, কাউখালী বিদ্যালয়ের ছাত্রী। ১৭. সাইদুল ইসলাম, রাজপাশা। ১৮. আবদুর রব মাঝি, জয়কুল। ১৯. খন্দকার হাবিবুর রহমান, জয়কুল। ২০. আবদুল জলিল, কেউন্দিয়া। ২১. আবদুল মাজেদ কেউন্দিয়া। [অসম্পূর্ণ তালিকা]



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।