একিন শাহ্, হজরত (রঃ)

Barisalpedia থেকে

হজরত একিন শাহ ঝালকাঠিস্থ সুগন্ধিয়ার একজন সুফি সাধক ছিলেন। হযরত একিন শাহ্ (রঃ) ঝালকাঠির সুগন্ধিয়াতে কখন এসে নিবাস গড়ে তোলেন তা আমাদের অজানা। মাঝে মাঝে তিনি সিলেট চট্টগ্রাম যেতেন। তার মাজার কোথায় হদিস পাওয়া যায়নি, তবে তার খানকার হদিস মিলেছে সুগন্ধিয়ায়। ঝালকাঠি সদর উপজেলায় সুগন্ধিয়া বাজারের মধ্যস্থলে তাঁর নির্মিত মসজিদ আজও অম্লান স্মৃতি বহন করছে। মসজিদের দক্ষিণ পাশেই ছিল তার খানকা বা আস্তানা।

হযরত একিন শাহ্ (রঃ) এর বহু কারামত সম্পর্কে জনশ্রুতি রয়েছে। বর্তমানে সুগন্ধিয়া হাটের পূর্ব প্রান্তে খালটি এককালে নদী ছিল, লঞ্চ চলতো। লঞ্চ সামান্য গতিরোধ করে সেখান থেকে পার হতো। একবার বড় একটি লঞ্চ উদ্ধতভাবে না থামিয়ে ওখান থেকে দ্রুত গতিতে উত্তর দিকে যাচ্ছিল। ১০/১৫ গজ গিয়েই লঞ্চটি বন্ধ হয়ে যায়।

একিন শাহের সময়কাল ও অবদান অনুসন্ধান আজকের গবেষকদের দায়িত্ব।



তথ্যসূত্র: আবদুর রশীদ। এই সেই ঝালকাঠি। আল ইসলাম পাবলিকেশনস, ঝালকাঠি। ২০০১।