উজিরপুর উপজেলা

Barisalpedia থেকে

১৯১৫ খৃস্টাব্দের প্রতিবেদনে দেখা যায় বরিশাল সদর উত্তর মহকুমার ৬টি থানার একটি হলো উজিরপুর। ১৪/৯/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

উজিরপুর সদর অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ

১. কালীপ্রসন্ন বিদ্যারতœ মহামহোপাধ্যায় (১৮৪৮ - ১ সেপ্টেম্বর ১৯৩০), প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। ২. সরোজিনী দেবী (১৮৮১ - ১৯৬০) বিপ্লবী ও স্বদেশাত্মক গানের রচয়িতা। ৩. সতীশচন্দ্র রায় (১৮৮২ - ১৯০৪) শান্তিনিকেতনের শিক্ষক। ৪. নগেন্দ্র বিজয় ভট্টাচার্য (১৮৮৫ - ১৩ই নভেম্বর ১৯৬৭) জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কংগ্রেস কমিটির সভাপতি। ৫. খন্দকার সিরাজুর রহমান (১৯০১ - ১৫ ডিসেম্বর ১৯৮৯) বাংলাদেশ ফায়ার ব্রিগেডের আদি ও বিকাশ পর্যায়ের পুরোধা ব্যক্তিত্ব। ৬. রতেœশ্বর মুখোপাধ্যায় (১৯০৮ - ১৩ নভেম্বর ১৯৮০), সংগীতশিল্পী; মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পিতৃব্য। ৭. সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় (১৯১২-৮.৭.১৯৯৯), কাজী নজরুল ইসলামের ছাত্র ও ঘনিষ্ঠ সঙ্গী এবং নজরুল-সংগীতের বিশিষ্ট শিল্পী। ৮. মানবেন্দ্র মুখোপাধ্যায় (১১.৮.১৯২৯-১৯.১.১৯৯২), প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার। ৯. মেজর এম এ জলিল (৯ ফেব্রুয়ারি ১৯৪২ - ১৫ নভেম্বর ১৯৮৮) মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের সেক্টর কমান্ডার।


বামরাইল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. সরদার ফজলুল করিম (১ মে ১৯২৫ - ১৫ জুন ২০১৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বরেণ্য দার্শনিক; গ্রাম: আটিপাড়া।


বড়াকোঠা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মফিজ উদ্দিন আহম্মদ (১৮৭২ - ১৯২৮), লোকাল বোর্ডের চেয়ারম্যান ও জেলা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘বঙ্গমিহির’ পত্রিকার প্রতিষ্ঠাতা; গ্রাম: গাজীপাড়া।


গুঠিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. পূর্ণানন্দ স্বামী, মহারাজ: (? - ১৩ নভেম্বর ১৯৩৬), সাধুপুরষ; শিষ্যদের কাছে তাঁর লিখিত পত্রাবলি ‘বেদবাণী’ নামে তিনখ-ে প্রকাশিত; গ্রাম: গুঠিয়া। ২. অমিয়কুমার সেন (৭ আগস্ট ১৮৯৬ - ১৮জুলাই ১৯৮০), কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক; গ্রাম: গুঠিয়া। ৩. সুধীররঞ্জন সেন পঞ্চতীর্থ (১৩ এপ্রিল ১৯০৪ - ৬ মে ১৯৬২), আয়ুর্বেদশাস্ত্রের অধ্যাপক ও বিখ্যাত গীতাভাষ্যকার; গ্রাম: গুঠিয়া। ৪. অরুণকুমার সেন (১৮ এপ্রিল ১৯০৫ - ১৭ আগস্ট ১৯৮৫), বিশিষ্ট অধ্যাপক; কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিন বছরের বি.কম-এর পাঠ্যসূচির তিনি রচয়িতা; অমিয়কুমার সেনের ভাই; গ্রাম: গুঠিয়া। ৫. শান্তি রায় (৪.৯.১৯২৭- ২৩.৪.২০০২) নকশালবাড়ি কৃষক সংগ্রামে সহায়ক কমিটির অন্যতম প্রধান সংগঠক; গ্রাম: রায়ভদ্রাদি। ৬. মজিবর রহমান বীরবিক্রম (? - ৬ ডিসেম্বর ১৯৭১), বীরবিক্রম মুক্তিযোদ্ধা; গ্রাম: কমলাপুর।


ওটরা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. নিশিকান্ত বসু (জন্ম ১৮৭৩ - ২৭ জুলাই ১৯৩৯), ‘স্বদেশ বান্ধব সমিতি’র প্রথম সম্পাদক, ‘উন্নতি বিধায়িনী সমিতি’র প্রতিষ্ঠাতা ও ‘বঙ্গীয় হিতসাধন ম-লী’র প্রধান কর্মী; গ্রাম: হাবিবপুর। ২. বিপদবারণ সরকার (১৮৮৫ - ১৯৮০), ফিল্টারহীন টিউবওয়েলসহ বিভিন্ন পদ্ধতির টিউবওয়েলের আবিষ্কারক; গ্রাম: হাবিবপুর। ৩. শান্তিরঞ্জন বসু (৩ মার্চ ১৯০৮ - ১৮ ডিসেম্বর ১৯৮৪), কবিগুরু কর্তৃক বিশ্বভারতীর পল্লী¬সংগঠন বিভাগের দায়িত্বে নিয়োজিত; নিশিকান্ত বসুর পুত্র; গ্রাম: হাবিবপুর। ৪. ড. অজিতনারায়ণ বসু (১০ ফেব্রুয়ারি ১৯২৭ - ২৮ নভেম্বর ২০০৪) একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, খ্যাতনামা অর্থনীতিবিদ এবং খড়গপুর আই. আই. টি.’র অধ্যাপক; গ্রাম: হাবিবপুর।


শোলক ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. হজরত মাহমুদ ইদ্রাক (সপ্তদশ শতক) সুবাদার শায়েস্তা খানের সাথে বাংলাদেশে আগমনকারী ইসলাম প্রচারক; গ্রাম: ধামুরা। ২. আভা গান্ধী (১৬ এপ্রিল ১৯৩১ -  ??), মহাত্মা গান্ধীর প্রপৌত্র কানুর স্ত্রী; গ্রাম: শোলক।


উজিরপুরের পুরাকীর্তিসমূহ

১. শিকারপুরের উগ্রতারা মন্দির ২. পির ইদ্রাকের মাজার, ধামুরা। ৩. দ্বাদশ শিবমন্দির, শোলক। ৪. বাইতুল আমান মসজিদ, চাংগুরিয়া, গুঠিয়া।


উজিরপুরের সামন্ত পরিবার

১. শোলকের মজুমদার পরিবার।


উজিরপুর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. আলতাফ হোসেন বীরবিক্রম, পিতা আবদুল ছোবহান মোল্লা ভবানীপুর, বাবুগঞ্জ থানা দখলের সময় যুদ্ধে শহীদ। ২. সোনামদ্দিন খলিফা, চাঙ্গুরিয়া। ৩. নুরুল ইসলাম, ডহরপাড়া। ৪. লতিফ হাওলাদার, ডহরপাড়া। ৫. মন্নান, ডহরপাড়া। ৬. আশ্রাব আলী, ডহরপাড়া। ৭. তারক চন্দ্র সাহা, উজিরপুর। ৮. মনিক মিয়া, বরাকোটা। ৯. হাফিজুল আলম, বরাকোটা। ১০. আবদুল খালেক, বরাকোটা। ১১. সৈজদ্দিন ব্যাপারী, বরাকোটা। ১২. হাশেম, বরাকোটা। ১৩. সৈয়দ আলী ব্যাপারী, বরাকোটা। ১৪. রোহিনী কুমার বারৈ, মালেকবাড়ী-মহর। ১৫. আবুল কালাম হাওলাদার, কেশবকাঠি। ১৬. মফিজউদ্দিন, পুত্র মোতালেব, ভরসাকাটি। ১৭. হাজেরা বেগম, গাজিরপার। ১৮. সুরেশ চন্দ্র, বাংলা, খাটিয়ালপাড়া। ১৯. মোকসেদ আলী মাঝি, গুঠিয়া। ২০. মুকুন্দ লাল সাহা, হারতা। ২১. মোজাম্মেল হক, পিতা খবির উদ্দিন সরদার, কাংশী; ভোলার গুইংগারহাট যুদ্ধে শহীদ। ২২. নুরুল হক সরদার, বরাকোটা। ২৩. মহেন্দ্র নাথ হালদার, বরাকোটা। ২৩. নেয়াম উদ্দীন, বরাকোটা। ২৪. কার্তিক জমাদ্দার, মালিপাড়া। ২৫. হাসেম আলী হাওলাদর, গুটিয়া। ২৫. মেনাজ হাওলাদার, মহার। ২৬. হারুন-অর রশিদ আকন, হস্তিশুন্ড। ২৭. আবুল কালাম, কেশবকাটি। ২৮. ক্ষিরোদ চন্দ্র হালদার, রায়েরকাঠি। ২৯. ফজলুল হক হাওলাদার, গাববাড়ী; কুষ্টিয়া যুদ্ধে শহীদ। ৩০. নিশিকান্ত হাওলাদার, সাতলা; ১৬ জুন সাতলা গ্রামে অনেকের সাথে ত্যাগ করা হয় । ৩১. বঙিম চন্দ্র ঘোষ, দত্তস্বর। ৩২. নীল কান্ত দে মোক্তার, হারতা। ৩৩. মহেন্দ্রনাথ সাহা, হারতা। ৩৪. জব্বার বেপারী কাংশী বরাকোটা অপারেশনে নিহত। ৩৫. মজিদ হাওলাদার মু-পাশা, গুইংগারহাট যুদ্ধে শহীদ।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।