আলিমুল ইসলাম বীরপ্রতীক, ল্যান্সনায়েক

Barisalpedia থেকে

ল্যান্সনায়েক আলিমুল ইসলাম বীরপ্রতীক ওরফে জহিরুল ইসলাম আগৈলঝড়া উপজেলার রতœপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা করিম হাওলাদার, মা আমেনা। তিনি ১৯৭১ সালে ঢাকা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি টাকি সাবসেক্টরে যুদ্ধ করে সাহসিকতার পরিচয় দেন। তিনি গাবখান নদীতে পাকবাহিনীর গানবোটের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেহাঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর আক্রমণ প্রতিহতকালে তিনি যুদ্ধে আহত হন। যুদ্ধে কৃতিত্বের জন্য বীরপ্রতীক পদক পেয়েছেন। তার গেজেট নম্বর ১২১। তিনি ২০১০ সালে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী রাজিয়া, দুই ছেলে, ৩ মেয়ে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।