আমার বাংলা

Barisalpedia থেকে

আমার বাংলা মুক্তিযুদ্ধ চলাকালীন পিরোজপুরের অন্তর্গত নাজিরপুরের একটি গ্রাম থেকে প্রকাশিত পত্রিকা। নাজিরপুরের মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর একাধারে সাহিত্যিকও ছিলেন। তাঁর এবং এনামুল হকের সম্পাদনায় নাজিরপুর থানার মনোহরপুর হতে ‘আমার বাংলা’ পত্রিকা প্রকাশিত হয়। ১ আগস্ট প্রথম সংখ্যা বের হয় এবং ২১ সংখ্যা প্রকাশিত হয়েছিল। মুক্ত অঞ্চলে ‘আমার বাংলা’ পত্রিকা ছিল প্রথম সারির। ডা. মুজাহার উদ্দীন এমপিএ এর শাহ প্রিন্টিং হতে এটি প্রকাশিত হতো।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫