আবদুস শহীদ

Barisalpedia থেকে

আবদুস শহীদ সাধারণভাবে কমরেড আবদুস শহীদ হিসেবে পরিচিত। তিনি ১৯১৭ সালে বানারিপাড়া উপজেলার বলহার গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুন্সি মোহাম্মদ আফতাব উদ্দিন। তিনি ১৯৪০ সালে বানারিপাড়া থানাধীন চাখার ইউনিয়নস্থ খালিসাকোটা হাইস্কুল থেকে মেট্রিক, ১৯৪২ সালে চাখার কলেজ থেকে আইএ ও ১৯৪৪ সালে বিএ পাস করেন। তিনি ১৯৩৯ সালে কমিউনিস্ট পার্টির স্টুডেন্ট ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হন। পরে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হন। বিএ পাস করে সরকারি চাকরি গ্রহণ না করে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তিনি কৃষক সমিতি সংগঠিত করে জমিদার জোতদারদের বিরুদ্ধে আন্দোলন এগিয়ে নিয়ে যান। সরকার তাকে গ্রেপ্তার করে পিরোজপুর ও বরিশাল জেলে আটক রাখে। ১৯৪৭ থেকে ৫০ সাল পর্যন্ত তিনি কমিউনিস্ট পার্টির নিবেদিত কর্মী ছিলেন। ১৯৪৮ সালে সরকার তাকে গ্রেপ্তার করে রাজশাহী জেলে বন্দি রাখে। ১৯৫০ সালের ২৪ এপ্রিল পুলিশ রাজশাহী খাপড়া ওয়ার্ডে গুলিবর্ষণ করলে ৭জন বিপ্লবী নিহত হন এবং তিনি আহত হন। কর্মজীবনে তিনি কয়েকটি হাইস্কুলে শিক্ষকতা করেন। কমিউনিস্ট পার্টির নির্দেশে বরিশালে পার্টির যে শতাধিক কর্মী সরকারি চাকরি না করে শিক্ষকতা করে দলের আদর্শ ছাত্র ও জনগণের মধ্যে প্রচারের ব্রত গ্রহণ করেন তিনি তাঁদের অন্যতম ছিলেন। ১৯৬৩ সালে তিনি প্রকাশ্য রাজনীতিতে যোগ দেন। স্বাধীনতার পর বরিশালের শিক্ষকতা ত্যাগ করে ১৯৭২ সালে তিনি ঢাকায় চলে আসেন। তিনি একজন শক্তিশালী লেখক ছিলেন। তাঁর লেখা গ্রন্থসমূহের মধ্যে রয়েছে ‘কারাস্মৃতি’, ‘আত্মকথা’, ‘খাপড়া ওয়ার্ডে রক্তলাল দিনগুলো’ প্রভৃতি। তিনি চরম দারিদ্র্যের মধ্যে জীবন যাপন করেও কখনো আদর্শচ্যূত হননি। ১৯৯৬ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।



তথ্যসূত্র: ‘বিজন অশ্রুবিন্দু’ ২০১৭