আবদুল লতিফ

Barisalpedia থেকে

আব্দুল লতিফ একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার ও সুরকার। তিনি বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় গান; যেমনঃ ওরা আমার মুখের কথা, আমি দাম দিয়ে কিনেছি বাংলা ইত্যাদির রচয়িতা। এছাড়া তিনি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জনপ্রিয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো এর প্রথম সুরকার।


প্রারম্ভিক জীবন ও ক্যারিয়ার

আবদুল লতিফ বরিশাল জেলার বরিশাল কোতয়ালী থানাধীন রায়পাশা গ্রামে ১৯২৭ সালে জন্মগ্রহণ করেন। পিতার নাম আমিন উদ্দীন, মাতার নাম আজীবুন্নেছা। উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি উচ্চ শিক্ষাতর্থে কলকাতায় যান। কংগ্রেস সাহিত্য সংঘে তিনি ১৬ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। ১৯৪৮ সালের জুলাই মাসে তিনি ঢাকায় আসেন এবং পরের মাসে রেডিও পাকিস্তানের নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। তিনি নিয়মিত বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে গান গাইতেন এবং ভাষা আন্দোলনে অণুপ্রেরণা যোগাতেন। ১৯৫২ সালে আব্দুল গাফফার চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটিতে তিনি সুরারোপ করেন। পরবর্তীকালে গানটিতে সুরারোপ করেছিলেন আলতাফ মাহমুদ। বর্তমানে আলতাফ মাহমুদের সুরটিই টিকে আছে। তিনি তার জীবনে অসংখ্য গানে সুরারোপ করেছেন এবং কন্ঠ দিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে চাকরি করেছেন।[২]


পুরস্কার ও সম্মননা

১৯৯৭ সালে তাঁকে একুশে পদক প্রদান করা হয়। এদেশের সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে দেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার” হিসাবে পরিচিত “স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয় তাকে।


গ্রন্থ

দুয়ারে আইসাছে পালকী, ভাষার গান, দেশের গান।


মৃত্যু

২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যু বরণ করেন।



তথ্যসূত্র: ১। উইকিপিডিয়া। ২। বাকেরগঞ্জ জেলার ইতিহাস, মোহামম্দ সাইফ উদ্দিন সম্পাদিত।