আবদুল ওহাব খান, কমান্ডার

Barisalpedia থেকে

মুক্তিযুদ্ধের কমান্ডার, বাবুগঞ্জ থানা। কমান্ডার আবদুল ওহাব খান ১৯৪৩ সালে বাবুগঞ্জ থানার দরিয়াবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আসমত আলী খাঁ। তিনি আলেকান্দা নুরিয়া স্কুল থেকে মেট্রিক, বিএম কলেজ থেকে আইএ, বিএ পাস করেন। তিনি ১৯৬২, ১৯৬৪ ও ১৯৬৬সালে আইয়ুববিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৭১ সালের ২৬ এপ্রিল বরিশাল পতনের পর তিনি মুক্তিযোদ্ধাদের অস্ত্র সংগ্রহ করে চাঁদপাশা ইউনিয়ন পরিষদ প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ক্যাম্প প্রতিষ্ঠা করেন। তিনি থানার সিভিল চিফ ও আগস্ট পর্যন্ত কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা-বরিশাল সড়ক, রহমতপুর বিমানবন্দর, বাবুগঞ্জ-মুলাদী থানায় কয়েকটি যুদ্ধ পরিচালনা করে অপূর্ব সাহসের পরিচয় দেন। স্বাধীনতার পর তিনি ১৯৮৪ সালে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৯ সালের ১৫ আগস্ট একদল সস্ত্রাসী তাকে উপজেলা সদরে গুলি করে হত্যা করে। তাকে খানপুরায় দাফন করা হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫