আউলিয়াপুর দরবার শরীফ, বাকেরগঞ্জ

Barisalpedia থেকে

বরিশাল-পটুয়াখালী সড়ক সংলগ্ন বাখরগঞ্জের আউলিয়াপুর গ্রামে ইসলাম প্রচারের সূচনা পর্বের একটি নিদর্শণ রেেয়ছে। বারো আউলিয়ার দরগা নামে পরিচিত এই নিদর্শনটিকে ঘিরে এই অঞ্চলে বিভিন্ন কিংবদন্তী প্রচলিত রয়েছে। বলা হয়ে থাকে যে, মোগল সম্রাট আওরঙজেবের রাজত্বকালে মাছিম শাহ নামের একজন পীরের অনুরোধে বাখরগঞ্জের রঙ্গশ্রীর একটি গ্রামে বারোজন আউলিয়া সমবেত হন। দক্ষিণ বঙ্গে এই পীর আউলিয়াদের ইসলাম প্রচারে আত্মনিয়োগ এবং ধর্মীয় বিভিন্ন কার্যকলাপে সম্রাট মুগ্ধ হন। তারই পরিপ্রেক্ষিতে ঐ ধর্মপ্রচারকদের জন্য তিনি বিভিন্ন প্রকার উপঢৌকন প্রেরণ করেন। কিন্ত জাগতিক লোভমুক্ত ধর্মপ্রচারকবৃন্দ সম্রাট প্রেরিত উপঢৌকন গ্রহণে অস্বীকৃতি জানান এবং রাতের অন্ধকারে বর্তমানের দরগা সংলগ্ন সুড়ঙ্গ পথে অদৃশ্য হয়ে যান। সম্রাট ঘটনাসমূহ অবগত হওয়ার পর ঐ স্থানে একটি মসজিদ, দরগা এবং দীঘি খনন করেন। এছাড়া তিনি দরগা পরিচালনার জন্য বেশ কিছু লাখেরাজ জমি প্রদান করে একজন খাদেম নিযুক্ত করেন।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।