অশোক গুহ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:০১, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম ১৩১৮ বঙ্গাব্দ। মৃত্যু ২২ জুন ১৩৭২ বঙ্গাব্দ। জন্মস্..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম ১৩১৮ বঙ্গাব্দ। মৃত্যু ২২ জুন ১৩৭২ বঙ্গাব্দ। জন্মস্থান কাঁচাবেলিয়া, বরিশাল। আশুতোষ কলেজ থেকে বি.এ পাশ করেন। শেক্সপিয়ার, গোর্কি, রোঁলা, জোঁলা, এরেনবুর্গ প্রভৃতি খ্যাতনামা সাহিত্যিকদের রচনা বাংলায় অনুবাদ করে সাহিত্য জগতে যশস্বী হন। রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: ‘দেশ বিদেশের লেখা’, ‘এক যে ছিল যাদুকর’ (গল্পগ্রন্থ), ‘অগ্নিগর্ভ’ (উপন্যাস) প্রভৃতি।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।