অশোক গুহ

Barisalpedia থেকে

জন্ম ১৩১৮ বঙ্গাব্দ। মৃত্যু ২২ জুন ১৩৭২ বঙ্গাব্দ। জন্মস্থান কাঁচাবেলিয়া, বরিশাল। আশুতোষ কলেজ থেকে বি.এ পাশ করেন। শেক্সপিয়ার, গোর্কি, রোঁলা, জোঁলা, এরেনবুর্গ প্রভৃতি খ্যাতনামা সাহিত্যিকদের রচনা বাংলায় অনুবাদ করে সাহিত্য জগতে যশস্বী হন। রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: ‘দেশ বিদেশের লেখা’, ‘এক যে ছিল যাদুকর’ (গল্পগ্রন্থ), ‘অগ্নিগর্ভ’ (উপন্যাস) প্রভৃতি।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।