অমূল্যকুমার দাশগুপ্ত

Barisalpedia থেকে

অমূল্যকুমার দাশগুপ্ত.jpg

জন্ম ১৯১১। মৃত্যু ৫ মার্চ ১৯৭৩। জন্মস্থান: কুলকাঠি, ঝালকাঠি, বরিশাল। ছাত্রাবস্থায় বিপ্লবী সংগঠন অনুশীলন দলের সক্রিয় সদস্য ছিলেন। ১৯৩৩ খ্রি. গ্রেপ্তার হয়ে চার বছর কারাবাসকালে তিনি অর্থনীতিতে এম.এ ও ল পাশ করেন। ১৯৩৮ খ্রি. থেকে বরিশাল বি.এম কলেজ, খুলনার দৌলতপুর কলেজ, ফরিদপুর রামদিয়া কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ ও মেদেনীপুরের কাঁথি পি.কে কলেজে বিভিন্ন মেয়াদে ফেব্রুয়ারি ১৯৭৩খ্রি. পর্যন্ত অধ্যাপনা করেন। ১৯৪৬-৪৭ খ্রি. ‘আনন্দবাজার পত্রিকা’ ও ‘শনিবারের চিঠি’র সহ-সম্পাদক ছিলেন। ‘সম্বুদ্ধ’ নামে পরিচিত তিনি গল্প ও গোয়েন্দা কাহিনি রচনায় খ্যাতি লাভ করেন। রচিত গ্রন্থ: ‘ডায়ালেকটিক (১৯৩৯)’, ‘শিকার কাহিনি’ (১৯৪৬), ‘ ছেলে ধরা জয়ন্ত’ (১৯৬৬) প্রভৃতি। মৃত্যু পশ্চিমবঙ্গের কাঁথিতে।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান ও বাংলা একাডেমী চরিতাভিধান।