অমিয় দাশগুপ্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৩:৩৫, ২০ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম ১৯১৭। মৃত্যু ২৮ মার্চ ১৯৮০। জন্মস্থান ফুল্লশ্রী, বর..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম ১৯১৭। মৃত্যু ২৮ মার্চ ১৯৮০। জন্মস্থান ফুল্লশ্রী, বরিশাল। পিতা আইনজীবী নির্মলচন্দ্র। তিনি কৈশোরেই বিপ্লবী নলিনী দাসের সংস্পর্শে এসে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত হন। বরিশালের সাম্যবাদী গোষ্ঠীর অন্যতম ও ১৯৩৭ খ্রি. গঠিত বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের প্রথম সারির একজন ছাত্রনেতা ছিলেন। ১৯৪২ খ্রি. বরিশালে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলায় তাঁর বিশেষ ভূমিকা ছিল। ১৯৪৭ খ্রি. দেশভাগের পর পূর্ব-পাকিস্তানে থেকে যান। সেখানে ৬ বছর কারারুদ্ধ থাকেন। ১৯৫৪ খ্রি. ভারতে চলে আসেন। ১৯৫৮ খ্রি. কলেজে অধ্যাপনা শুরু করেন ও অধ্যাপক আন্দোলনে সক্রিয় হন। ১৯৬৮ ও ১৯৬৯ খ্রি. পশ্চিমবঙ্গ কলেজ ও বিশা¦বিদ্যালয় সমিতির এবং কয়েক বছর সর্বভারতীয় কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। বিশ্ব শিক্ষক প্রতিষ্ঠানের অন্যতম সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।