অমিয় দাশগুপ্ত

Barisalpedia থেকে

জন্ম ১৯১৭। মৃত্যু ২৮ মার্চ ১৯৮০। জন্মস্থান ফুল্লশ্রী, বরিশাল। পিতা আইনজীবী নির্মলচন্দ্র। তিনি কৈশোরেই বিপ্লবী নলিনী দাসের সংস্পর্শে এসে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত হন। বরিশালের সাম্যবাদী গোষ্ঠীর অন্যতম ও ১৯৩৭ খ্রি. গঠিত বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের প্রথম সারির একজন ছাত্রনেতা ছিলেন। ১৯৪২ খ্রি. বরিশালে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলায় তাঁর বিশেষ ভূমিকা ছিল। ১৯৪৭ খ্রি. দেশভাগের পর পূর্ব-পাকিস্তানে থেকে যান। সেখানে ৬ বছর কারারুদ্ধ থাকেন। ১৯৫৪ খ্রি. ভারতে চলে আসেন। ১৯৫৮ খ্রি. কলেজে অধ্যাপনা শুরু করেন ও অধ্যাপক আন্দোলনে সক্রিয় হন। ১৯৬৮ ও ১৯৬৯ খ্রি. পশ্চিমবঙ্গ কলেজ ও বিশা¦বিদ্যালয় সমিতির এবং কয়েক বছর সর্বভারতীয় কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। বিশ্ব শিক্ষক প্রতিষ্ঠানের অন্যতম সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।