হোসেনপুর

Barisalpedia থেকে

হোসেনপুর বর্তমান ঝালকাঠি থানার গাভা-রামচন্দ্র পুর ই্উনিয়নের একটি গ্রাম। সপ্তদশ শতকের একেবারে গোড়ার দিকে এই গ্রাম চন্দ্রদ্বীপের রাজধানী ছিল।

কন্দর্প নারায়ণ জীবিতকালে রাজধানী হোসেনপুরে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। রামচন্দ্র সিংহাসনে আরোহণ করেই বর্তমান ঝালকাঠি উপজেলার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে রাজধানী নির্মান শুরু করেন। তৎকালে পঞ্চ নদীর সঙ্গমস্থলের পশ্চিম পারে ছিল হোসেনপুর। তিনি নদীর পশ্চিম পাশে দীঘি খনন করে কালীমন্দির নির্মান করেন। পঞ্চকরণের পশ্চিম পাশে পরিখা খনন করে রাজধানীকে সুরক্ষিত করেন। তিনি রাজধানী থেকে মুসলমান ও নমঃশূদ্রদের অন্যত্র সরিয়ে দিয়ে কুলীণ ব্রাহ্মন, কায়স্থ, ও বৈদ্যদের বসান। তিনি লক্ষ্মীনারায়ণ বন্দ্যেপাধ্যায় ও কালীকিঙ্কর ন্যায়কে রাজার দ্বারপন্ডিত নিযুক্ত করেন এবং তাদের নিকট বিভিন্ন শাস্ত্রে জ্ঞান অর্জন করেন। রাজবাড়ির দক্ষিণে রাজ-পুরোহিতের বাড়ি ছিল। তিনি রামরত্ন দাশগুপ্তকে অমাত্য ও শ্রী কান্তকে প্রধান খানসামা নিযুক্ত করেন। রাজবাড়ির উত্তরে রঘুনাথ ও অনন্তদেবের বিগ্রহ স্থাপন করেন। তিনি পঞ্চকরণে একটি বন্দর প্রতিষ্ঠা করেন। পঞ্চকরণ পাঁচটি নদীর সঙ্গমস্থল ছিল। একটি নদী দক্ষিণে ঝালকাঠি, একটি দক্ষিণ-পশ্চিম দিকে স্বরূপকাঠি, একটি গুঠিয়া এবং অপরটি উত্তরে উজিরপুরের দিকে প্রবাহিত হতো। হোসেনপুরের পশ্চিমে রাজা নিজ নামে রামচন্দ্রপুর গ্রাম প্রতিষ্ঠা করেন। হোসেনপুরে ও গাভা-রামচন্দ্রপুরে বাকলা থেকে আগত কুলীনগণ বসতি স্থাপন করেন।



তথ্যসূত্র: বরিশাল বিভাগের ইতিহাস। সিরাজ উদ্দীন আহমেদ।