হিতসাধনী

Barisalpedia থেকে

‘হিতসাধনী’ বরিশাল থেকে প্রকাশিত তৃতীয় পত্রিকা। ১৮৭১ সালে (১লা বৈশাখ, ১২৭৮) বর্তমান ঝালকাঠী জেলার তারপাশা গ্রাম নিবাসী পন্ডিত নবীনচন্দ্র চক্রবর্তীর সম্পাদনায় কুলকাঠী থেকে ত্রৈমাসিক ‘হিতসাধনী’ পত্রিকা প্রকাশিত হয়। বাখরগঞ্জ জেলা গেজেটিয়ার-এ এটিকে সাপ্তাহিক এবং রোহিনীকুমার সেন পাক্ষিক বা মাসিক পত্রিকা হিসেবে উল্লেখ করেছেন।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।