সরল কুমার দত্ত
Barisalpedia থেকে
সরল কুমার দত্ত অশ্বিনী কুমার দত্তের ভ্রাতুস্পুত্র এবং জেলা কংগ্রেসের সভাপতি। তিনি বাটাজোড়ে জন্ম গ্রহণ করেন। তার পিতা কামিনী কুমার দত্ত ছিলেন অশ্বিনী কুমার দত্তের ভ্রাতা। তিনি কংগ্রেস নেতা ছিলেন। স্বাধীনতা আন্দোলনে তিনি কারাবরণ করেন। দেশ বিভাগের পর তিনি জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি অশ্বিনী ভবনে বাস করতেন। তিনি ১৯৫৮ সনে সামরিক আইন জারি হবার পর বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন। ১৯৭৭ সনে তিনি কলকাতায় দেহ ত্যাগ করেন।
তথ্যসূত্র: রফিকুল ইসলাম। বরিশাল দর্পণ। ঢাকা, ১৯৯০।