শোলকের মজুমদার পরিবার

Barisalpedia থেকে

গৌরনদীর বৃহদংশ জুড়ে বিস্তৃত বাঙরোড়া পরগনার একটি বিশিষ্ট জমিদার পরিবার ছিল শোলকের মজুমদার পরিবার। সংস্কৃত কাব্যের অনুশীলন হতো বলে গ্রামের নাম শ্লোক বা শোলক হয়েছে। এ গ্রামের মজুমদার বংশ একটি প্রাচীন পরিবার। কথিত আছে এ বংশের আদি পুরুষ শ্রীরাম সেন মুর্শিদাবাদ নবাবের সৈনিক ছিলেন। তিনি বর্গী দস্যুদের দমনে কৃতিত্ব প্রদর্শন করায় তাকে নবাব সুন্দরবন অঞ্চলে ভূমি প্রদান করেন। তিনি তার সহোদর শীকৃষ্ণ সেনকে নিয়ে রাঢ় দেশ পরিত্যাগ করে বরিশাল থানার বুখাইনগরে বসতি স্থাপন করেন। পরে বুখাইনগর পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ চন্দ্রহারে বসতি স্থাপন করেন। রাম সেনের পুত্র রামগোবিন্দ নবাবের নিকট থেকে মজুমদার উপাধি লাভ করেন। রামগোবিন্দ মজুমদার হোসেনপুরে বাস করতেন। এ সময় মলুয়া রাজা বলে নবাবের এক তহশীলদার শোলকে ছিলেন। তিনি শোলক গ্রামে মলুয়ার দীঘি খনন করেন। মলুয়া রাজা হোসেনপুর হতে রামগোবিন্দ মজুমদারকে শোলকে আনয়ন করেন।

গলাচিপা থানায়ও মজুমদারদের জমিদারী ছিল। তাদের চেষ্টায় জঙ্গল আবাদ করা হয়। রামগোবিন্দের পুত্র চিকনি কান্দি গ্রামে মন্দির স্থাপন করেছিলেন। রাজারামের পুত্র হরিকৃষ্ণ। হরিকৃষ্ণের পুত্র ভবানীশঙ্কর মজুমদার শোলকে ইষ্টক নির্মিত দ্বাদশ শিবমন্দির প্রতিষ্ঠা করেন। ভবানী শঙ্করের মুত্যু হলে তার স্ত্রী রাজেশ্বরী সহমৃত হন। এ বংশের দীনবন্ধু একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। তিনি সর্পাঘাতে সংজ্ঞাহীন রোগীকে আরোগ্য করতে পারতেন।


বংশ তালিকা

শ্রীরাম সেনের পুত্র রামগোবিন্দ মজুমদার, তার পুত্র রাজারাম, রাজারামের দুই পুত্র কৃষ্ণদেব ও হরিকৃষ্ণ; কৃষ্ণদেবের পুত্র রাধামোহন, তার পুত্র ব্রজমোহন, ব্রজমোহনের তিন পুত্র গোপীমোহন, তারিণী ও বৃন্দাবন; গোপীমোহনের পুত্র উগ্রকণ্ঠ; তারিণীর পুত্র উমাকান্ত, তার পুত্র গৌরি সুন্দর, তার পুত্র কালীমোহন, তার পুত্র প্যারীমোহন, তার পুত্র সুরেন্দ্রনাথ; বৃন্দাবনের পুত্র গিরীশচন্দ্র। বংশের তৃতীয় পুরুষ রাজারামের দ্বিতীয় পুত্র হরিকৃষ্ণের ছিল চার পুত্র রামসুন্দর, ভবানী শঙ্কর, গৌরি শঙ্কর ও শম্ভু চন্দ্র; ভবানী শঙ্করের পুত্র কৃষ্ণমোহন, তার পুত্র দ্বারকানাথ, তার পুত্র মধুসূদন; গৌরি শঙ্করের পুত্র মদনমোহন, তার পুত্র দুর্গা শঙ্কর, তার পুত্র হর শঙ্কর; শম্ভু চন্দ্রের দুই পুত্র গোলকচন্দ্র ও গোপীমোহন; গোলকচন্দ্রের পুত্র দীনবন্ধু, তার পুত্র বিহারী ও সতীশ; গোপীমোহনের তিন পুত্র উমেশ, তারক ও কার্তিক; উমেশের পুত্র আশুতোষ, তারকের পুত্র বিনোদ, কার্তিকের পুত্র কুঞ্জ।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।