শৈলেন দাশগুপ্ত
কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গের রাজ্যসম্পাদক এবং একই সঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান শৈলেন দাশগুপ্তের (২৪.১০.১৯২০ - ১০.৭.২০০১) মূল নিবাস বরিশাল।
ইস্কুলের ছাত্র থাকাকালীন অনুশীলন সমিতিতে যোগ দেন। ১৬ বছর বয়সে ১৯৩৬ খ্রিস্টাব্দে রাজনৈতিক ডাকাতির মামলায় গ্রেপ্তার হন। ১৯৩৮ খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। ওই সময়ই যোগ দেন কৃষক আন্দোলনে। ১৯৩৯ খ্রিস্টাব্দে কলকাতায় আসেন ও কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। অভাব অনটনের জন্য বিভিন্ন জায়গায় সামান্য চাকরি করেন। পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করতে থাকেন ১৯৪৪ খ্রিস্টাব্দ থেকে। স্বাধীনতার পর ১৯৪৮ খ্রিস্টাব্দে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির রাজ্য পরিষদের সদস্য নির্বাচিত হন। এই সময় পার্টি বেআইনি ঘোষিত হলে তিনি আত্মগোপন করেন। ১৯৬৪ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টি বিভক্ত হলে তিনি সি.পি.আই. (এম.)- এ যোগ দেন। তারপরই তিনি কলকাতায় পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তরে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত হন। ১৯৬৫ খ্রিস্টাব্দ থেকেই রাজ্য দপ্তরের কাজে সরাসরি জড়িত ছিলেন। ১৯৮২ খ্রিস্টাব্দে পার্টির রাজ্যসম্পাদক এবং একই সঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যানও নির্বাচিত হন। ওই বছরেই পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ১৯৯১ খ্রিস্টাব্দে পলিটবুরোর সদস্য নির্বাচিত হন।
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।