শুক্তাগড় মসজিদ, রাজাপুর
Barisalpedia থেকে
এটি শেখ শাহাবুদ্দিনের নির্মিত মসজিদ। শেখ শাহাবুদ্দিন ছিলেন হযরত খানজাহান আলীর সহচর শেখ সাজেন্দার বংশধর। রায়েরকাঠি জমিদারদের প্রিয়পাত্র হিসেবে তিনি খারিজা তালুক লাভ করেন এবং সাতুরিয়ায় বসতি স্থাপন করেন । শুক্তাগড় মসজিদ গাত্রে লিখিত প্রতিষ্ঠাকাল সম্পর্কে কিছুটা বিভ্রান্তি থাকা সত্ত্বেও মাজারের নির্মাণরীতি এবং শেখ শাহাবুদ্দিনের বংশ পরম্পরার হিসেব অনুযায়ী এই স্থাপনাটি অষ্টাদশ শতাব্দিতে নির্মিত বলে অনুমান করা হয় ।
তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।