শাহে আলম, বীরউত্তম

Barisalpedia থেকে

শহীদ বীরউত্তম শাহে আলমের জন্মস্থান দৌলতখান উপজেলার দিদারউল্লাহ গ্রাম। শাহে আলমের পিতার নাম আরফান আলী, মাতা মাজেদা খাতুন। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। ১৯৭০ সালে ভোলায় বন্যার পর ছুটিতে আসেন। তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়ে সিলেটে ৪ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। সিলেটের সুরমা নদীর সেতু দখলের জন্য কানাইঘাট এলাকায় শাহে আলম এক প্লাটুন মুক্তিবাহিনী নিয়ে পাকিস্তানি সেনাদের আক্রমণ করেন। পাকিস্তানি সেনারা বাংকার থেকে গুলি ছুড়ে। শাহে আলম পাক সেনাদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় পাক সেনাদের গুলিতে তার মাথার খুলি উড়ে যায়। তিনি বীরের ন্যায় ৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সরকার তাঁর এই বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করে। তাঁর বীরউত্তম সনদ নম্বর-৩৪। তাঁর স্ত্রীর নাম ফাতেমা।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।