শায়েস্তানগর

Barisalpedia থেকে

এটি বরিশালের একটি পরগণার নাম। মোগল কর্মচারী রায় বল্লভের পুত্র রাম গোপালের কাজে সন্তুষ্ট হয়ে সুবাদার শায়েস্তা খান নিজ নামে একটি পরগণা সৃষ্টি করে তাকে প্রদান করেন। শায়েস্তানগর পরগণা বাকেরগঞ্জ থানার অন্তর্গত। রাম গোপাল বালিগঞ্জে বসতি স্থাপন করেন। তার পুত্র রাম গোবিন্দ, রাম ভদ্র, রাম নারায়ণ, গঙ্গাধর ও জানকী বল্লভ বালিগঞ্জ পরিত্যাগ করে গারুরিয়ায় বাস করেন। রাম গোবিন্দ অপর ভ্রাতাদের বঞ্চিত করে জমিদারী নিজ নামে নিয়ে নেন। পরবর্তীকালে এ পরিবারের অবস্থার অবনতি হয় এবং তারা দনহীনভাবে বাস করত।


তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ২০১০।