লোন অফিস ভবন, বরিশাল
Barisalpedia থেকে
আঠারোশ সাতান্ন সালে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রচন্ডতায় ভীত হয়ে বরিশালে বসবাসরত ইংরেজগণ শহরের কোনো ভবনকেই নিরাপদ মনে না করে সদর রোডের দুর্গামোহন রায়ের মালিকানাধীন দ্বিতল বাড়িটিতে আশ্রয় গ্রহণ করে বলে জানা যায়। বাড়িটিতে ইস্টার্ন মর্টগেজ কোম্পানির দফতর ছিল বলে এটি লোন অফিস নামে পরিচিত ছিল। ইস্টার্ন মর্টগেজ কোম্পানির অনুগত পুলিশ বাহিনী দ্বারা বাড়ির চারিদিকে পাহারার মাধ্যমে তারা আত্মরক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহন করেছিল।
তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।