লালমোহন উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ
Barisalpedia থেকে
লালমোহন উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. মুক্তিযোদ্ধা আবু সাঈদ। ২. তানসেন মিয়া, দেবীরচর; কুতবা গ্রামে যুদ্ধে শহীদ। ৩. হাবিলদার নুরুল ইসলাম, লালমোহন; চট্টগ্রাম কালুরঘাটে যুদ্ধে শহীদ। ৪. আবু সুফিয়ান ধলী, গোরিনগর। ৫. ইপিআর রফিকুল ইসলাম, বাদরেরচর; যশোরে শহীদ। ৬. মকবুল খন্দকার, চরভুতা; থানা আক্রমণের সময় নিহত। ৭. মনোরঞ্জন পাল, লালমোহন। ৮. আবদুর রশীদ, বাইয়াচ। ৯. আবুল হোসেন, পশ্চিম চরউমেদ। ১০. আবদুল কাদের, দেবীরচর। ১১. পরান বল্লভ, গজারিয়া। ১২. সিরাজুল হক, গজারিয়া বাজার।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।