ভোলা সদর উপজেলা

Barisalpedia থেকে

থানাটি গঠিত হয় ১৮৪২ সালে। ১৯১৫ সালের জে সি জ্যাকের গেজেটিয়ার থেকে দেখা যায় ভোলা মহকুমার ৪টি থানার একটি ভোলা। ১/২/১৯৮৪ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নরূপ। উল্লেখ্য, নিম্নলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

যাঁদের আদি নিবাস ভোলায় কিন্তু ভোলার ঠিক কোন স্থানে তা জানা যায়নি এমন ব্যক্তিদের তালিকা

১. শৈবালকুমার গুপ্ত (৫.২.১৯০২ - ২২.৬.১৯৮৯) বিশিষ্ট সিভিলিয়ান ও স্বদেশপ্রেমী। ২. মনোজ কাহালী (১৯০৫ - ২২ ফেব্রুয়ারি ১৯৭১), বিপ্লবী যুগান্তর দলের সশস্ত্র কর্মী। ৩. নলিনী দাস (১ জানুয়ারি ১৯১০ - ১৯ জুন ১৯৮২), স্বাধীনতা সংগ্রামী। ‘স্বাধীনতা সংগ্রামে দ্বীপান্তরের বন্দী’ শীর্ষক গ্রন্থের লেখক। ৪. বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায় (২৩.৫.১৯১৭ - ১৩.১২.১৯৮৭), সাহিত্যিক ও গ্রন্থাগারিক।

বাপ্তা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মোহাম্মদ মোজাম্মেল হক (৬ সেপ্টেম্বর ১৮৮৩ - ১ আগষ্ট ১৯৭৬), কবি; বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদের চিফ হুইপ; গ্রাম: বাপ্তা।

চর শিবপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. ফজলুল করিম (১৮ জুলাই ১৯০০-  ??), লেখক ও জজ; গ্রাম: শিবপুর।

দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. নাজিউর রহমান মঞ্জু (১৯ মার্চ ১৯৪৯ - ৬ এপ্রিল ২০০৮) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং সংসদ সদস্য; গ্রাম: বালিয়া।


ভোলা সদর উপজেলার সামন্ত পরিবার

১. বালিয়ার তালুকদার পরিবার।

ভোলা সদর উপজেলার ঐতিহাসিক ঘটনাসমূহ

১. ভোলা মুক্ত দিবস, ১০ ডিসেম্বর ১৯৭১। ২. ঘুইঙ্গারহাট যুদ্ধ। ৩. চালতাতলার যুদ্ধ। ৪. বাংলাবাজার যুদ্ধ। ৫. ভোলা ট্রেজারি ট্রাজেডি ১৯৭১।

ভোলা সদর উপজেলার পুরাকীর্তি

১. ওয়াজির আলি শাহ (রঃ)-এর মাজার, ভোলা সদর।


ভোলা থানার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. এম এ সাদেক, এমএ, বিএড, ইলিশা, শিক্ষক ল্যাবরেটরি স্কুল, ঢাকা; ২৫ মার্চ ঢাকায় নিহত। ২. শাহে আলম, চরকুমদিয়া; গুইংগারহাট যুদ্ধে শহীদ। ৩. রফিকুল ইসলাম, আলগী, ২৪ অক্টোবর হাতবোমাসহ ধরা পড়ে ভোলায় শহীদ। ৪. শহীদ ডা. আমিনউদ্দীন, নবীপুর। ৫. দেওয়ান হোসেন, চরকুমারিয়া; মংলাপোর্ট সম্মুখ যুদ্ধে শহীদ। ৬. ইপিআর হাবিলদার আবদুল ওয়াদুদ, রতনপুর; রংপুরে শহীদ। ৭. ইপিআর আলী হোসেন বাপ্পা, যশোরে নিহত। ৮. ইপিআর আজাহারউদ্দীন, চরভেদুরিয়া। ৯. ইপিআর নায়েক আবদুল আউয়াল, কুমিল্লা সেনানিবাসে শহীদ। ১০. সিরাজ, উত্তর দিঘলদী; টনিরহাট যুদ্ধে শহীদ। ১১. মতিউর রহমান, ভবানীপুর; চট্টগ্রাম সেনানিবাসে শহীদ। ১২. নগেন্দ্রনাথ সেন, আলীনগর। ১৩. মওলানা আবদুছ সোবহান হায়দরী, রতনপুর। ১৪. মজিদ, চরভেদুরিয়া। ১৫. নুরুল ইসলাম, ভোলা। ১৬. মাহবুব হাসান খান, কালিবাড়ী। ১৭. দুলালকান্তি দাস, ভোলা। ১৮. ননীগোপাল দাস, আলীনগর। ১৯. হারিনারায়ণ সেন, বরাইপুর। ২০. মুহাম্মদ হোসেন, চরভেদুরিয়া। ২১. জালালউদ্দীন, ভবানীপুর। ২২. নগেন্দ্রনাথ সেন, আলীনগর। ২৩. হরিপদ দাস, আলীনগর। ২৪. সহদেবচন্দ্র হালদার, আলীনগর। ২৫. যোগিন্দ্র বৈদ্য, আলীনগর। ২৬. নুরুল ইসলাম, আলীনগর। ২৭. কিশোরী মোহন দে, বাপ্তা। ২৮. সুবোধ কুমার সাহা, ভোলা শহর। ২৯. খলিলুর রহমান, গজারিয়া। ৩০. আশুতোষ পাল, ভোলা শহর। ৩১. আবদুল খালেক, দিয়ারাচর, সামাইয়া। ৩২. জামালউদ্দীন, ভবানীপুর। ৩৩. ইপিআর আলী হোসেন, যশোরে নিহত। ৩৪. মতিলাল সাহা, ভোলা শহর। ৩৫. সজনী বালা সাহা, ভোলা শহর। ৩৬. আবদুর রাজ্জাক, খরকী।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।