ফ্রেন্স, জন

Barisalpedia থেকে

জন ফ্রেন্স ১৮২৪ থেকে ১৮৩২ পর্যন্ত বরিশালের কালেক্টর ছিলেন। তিনি ১৮২৪ খ্রিস্টাব্দের ১ মার্চ একটি ট্রেজারি চালানে ৬৪টি বাক্সে তিন লক্ষ চুরাশি হাজার টাকা কলিকাতায় পাঠান। ফোর্ট উইলিয়ামের অস্থায়ী সাব-ট্রেজারার আর হান্টারের নিকট ট্রেজারি চালানে সুবেদার মঞ্জু খান একজন জমাদার, ৪ জন হাবিলদার, ৪ জন নায়েক ও কলিকাতা নেটিভ মিলিশিয়ার ৬৪ জন সিপাহীর পাহারায় পোদ্দার ভগবতী চরণ দে ও অমূল্য কিশোরের মাধ্যমে ৮টি নৌকায় ৬৪টি বাক্সে- প্রতিবাক্সে তিনটি ব্যাগ এবং প্রতিব্যাগে দু’হাজার টাকা পাঠানো হয়। এ সময় জেলার রাজস্ব আায় ছিল ১৩,৭৫০০০ টাকা এবং প্রশাসনিক সর্বমোট ব্যয় হতো ৩,০০,০০০ টাকা। প্রায় ১১ লক্ষ টাকা কলিকাতা হয়ে বিলেতে চালান হতো। এভাবে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি বাকেরগঞ্জকে শোষণ করত। ১৮৩২ খ্রিস্টাব্দের ২৭ এপ্রিল পর্যন্ত জন ফ্রেন্স বাকেরগঞ্জে ছিলেন। তারপর তিনি ২৪ পরগণার কালেক্টর নিযুক্ত হন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০