পাথরঘাটা উপজেলা
১৯১৫ খৃস্টাব্দে পিরোজপুর মহকুমার যে ১০টি থানার নাম পাওয়া যায় তার একটি পাথরঘাটা। ৪/৩/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়।
চর দুয়ানি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ
১. ছিদাম চৌধুরী (উনবিংশ শতক), জ্ঞানপাড়া তালুকের মালিক ও জ্ঞানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
পাথরঘাটা উপজেলার পুরাকীর্তি
১. ছিদাম চৌধুরীর পাকাবাড়ি, বেতমোড়।
পাথরঘাটা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ
১. ইপিআর আলাউদ্দীন আলো, কাকচিড়া; রায়েন্দা যুদ্ধে শহীদ। ২. মোহাম্মদ শাহজাহান, নাচনাপাড়া। ৩. মোহাম্মদ আতিকুল্লাহ, পাথরঘাটা; নোয়াখালী সার্কেল অফিসার রাজস্ব। ৪. এএসআই আব্দুল মজিদ, পাথরঘাটা বন্দর। ৫. সিপাহী আড়ি মিয়া, পাথরঘাটা বন্দর। ৬. সিপাহী জাহাবক্স, পাথরঘাট বন্দর। ৭. আবদুল মালেক মাস্টার, নাচনাপাড়া। ৮. মুজিবুর রহমান কনক, কাকচিড়া। ৯. লক্ষ্মণচন্দ্র দাস, পাথরঘাটা বন্দর। ১০. অরুণ কুমার দাস, পাথরঘাটা বন্দর। ১১. ইন্দ্রমোহন, কালমেঘা। ১২. দীনবন্ধু হালদার, কালমেঘা। ১৩. ড. সামাদ জমাদ্দার, চরদুয়ানী। ১৪. হোগলাপাশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চরদুয়ানী। ১৫. আবদুল মোতালেব, গোলবুনিয়া। ১৬. মতিউর রহমান তালুকদার, চরদুয়ানী। ১৭. যাদব গাইন, গহরপুর। ১৮. কেশব গাইন, গহরপুর। ১৯. রামচন্দ্র গাইন, গহরপুর। ২০. প্রহলাদ মিস্ত্রী, গহরপুর। ২১. নাথুরাম মিস্ত্রী, জ্ঞানপাড়া। ২২. বিশ্বেশর সিকদার, ছোট টেংরা। ২৩. সতীশ ভট্ট্রাচার্য, ঘটের খাল। ২৪. আলী আকবর, হারিটোনা। ২৫. মোবারক, হাতেমপুর। ২৬. মনোরঞ্জন বেপারী, সিংরাবুনিয়া। ২৭. অশ্বিনী কুমার বালা, সিংরাবুনিয়া। ২৮. চন্দ্রকান্ত হাজরা, সিংরাবুনিয়া। ২৯. নিত্যানন্দ বেপারী, সিংরাবুনিয়া। ৩০. আনন্দ কুমার হালদার, সিংরাবুনিয়া। ৩১. লক্ষ্মীকান্ত হালদার, সিংরাবুনিয়া। ৩২. ক্ষিরোদ ব্যাপারী, সিংরাবুনিয়া। ৩৩. নায়েক আবদুল হাকিম সিকদার, কাকচিড়া; কুমিল্লা সেনানিবাসে নিহত। ৩৪. প্রাক্তন আর্মি আবদুল মতলেব, মুক্তিযোদ্ধা প্রশিক্ষক, মাদারতলী। ৩৫. আবদুর রশীদ মোল্লা, পাথরঘাটা। ৩৬. নায়েক আবদুল হাকিম, কাকচিরা। ৩৭. আবু সাঈদ হাওলাদার, কালীবাড়ী। ৩৮. মথুরানাথ মিস্ত্রী, চরদুয়ানী। ৩৯. কর্ণবর মিস্ত্রী, চরদুয়ানী। ৪০. মনোহর মিস্ত্রী, তালুকের চরদুয়ানী। ৪১. হোচেন আলী, কাকচিরা। ৪২. আবুল হোসেন গোলদার, বাইনচটকী। ৪৩. শরৎচন্দ্র ম-ল, রূপধন। ৪৪. হোসেন গোলবুনিয়া। ৪৫. ফজলুল হক তালুকদার, বেতমোর। ৪৬. হাবিবুর রহমান, মাদারতলী। ৪৭. আবদুল হাকিম, কুপধন। ৪৮. প্রিয়নাথ গোমস্তা, চরদুয়ানী। ৪৯. মনীন্দ্রনাথ, চরদুয়ানী। ৫০. বিশ্বেশ্বর মাঝি, চরদুয়ানী। ৫১. আবদুল গণি হওলাদার, সায়েরাবাদ। ৫২. সুরেন্দ্র অধিকারী, হোগলাপাশা। ৫৩. আজিজ, কালীবাড়ী। ৫৪. আসমত আলী হাওলাদার, নাচনাপাড়া। ৫৫. হাবিবুর রহমান, নাচনাপাড়া। ৫৬. আবুল হাসেম, পুঁটিমারা। ৫৭. অনন্ত মোহন, কালিবাড়ী। ৫৮. এন্তাজ খাঁ, হাতেমপুর। ৫৯. রতন খাঁ, হাতেমপুর। ৬০. আকবর আলী গাজী, হাতেমপুর। ৬১. শৈলেন্দ্রনাথ রায়, হাতেমপুর। ৬২. আলী আকবর, হরিটনা। ৬৩. আবদুল গণি, কাঁঠালতলী। ৬৪. ইসমাইল, বড় টেংরা। ৬৫. মালেক, বড় টেংরা। ৬৬. রশীদ মোল্লা, বরইতলা। ৬৭. হামিদ, বরইতলা। ৬৮. মজিবুল হক, তাফালবাড়িয়া। ৬৯. শাহজাহান, ছোট টেংরা। ৭০. সুলতান আহমেদ, সায়েরাবাদ। ৭১. আবদুস ছালাম, রুহিলা। ৭২. আনোয়ার হোসেন, কুপধন। ৭৩. আলতাফ হোসেন, কড়ইতলা। ৭৪. গণেশ চন্দ্র সাহা, পাথরঘাটা। ৭৫. মতিউর রহমান, কালমেঘা। ৭৬. জুলমত খাঁ, কালমেঘা। ৭৭. সুবোধ চন্দ্র, চরদুয়ানী। ৭৮. লক্ষণচন্দ্র শীল, গহরপুর। ৭৯. নির্মলেন্দু কর্মকার, পাথরঘাটা। ৮০. উজ্জল খাঁ, জ্ঞানপাড়া। ৮১. গোলাম আলতাফউদ্দীন হাওলাদার, পাথরঘাটা। ৮২. আতাহারউদ্দীন সেক্রেটারি, চরদুয়ানী ইউনিয়ন পরিষদ।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫