নাজিরপুর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে

নাজিরপুর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. জহিরউদ্দীন বাহাদুর, আওয়ামী লীগ কর্মী, কলার দোয়ানিয়া; পিরোজপুরে পাক সেনারা জিপের পেছনে বেঁধে তাঁকে হত্যা করে। ২. আবদুল গণি মিয়া, কলার দোয়ানিয়া; সম্মুখ যুদ্ধে শহীদ। ৩. গোলাম মোস্তফা, পোনাখালী। ৪. মহিউদ্দীন আহমেদ, আকলম স্কুলের শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি। ৫. জ্ঞানেন্দ্রনাথ ম-ল, আওয়ামী লীগ কর্মী, পাজরাপাড়া। ৬. শশী কুমার হালদার, দিঘা। ৭. জাকির হোসেন ছাত্র, গোবর্ধন। ৮. চিত্ত রঞ্জন সমাদ্দার, শ্রীরামকাটি। ৯. মুকুন্দবিহারী, শ্রীরামকাটি। ১০. মনোহর মুবিন, শ্রীরামকাটি। ১১. যুধিষ্ঠির কর্মকার, শ্রীরামকাটি। ১২. বীরেশ্বর চন্দ্র হালদার, ধুয়াকাটি। ১৩. মোহাম্মদ আলী, বিকম পরীক্ষার্থী, বালিয়ারী। ১৪. রাজেন শীল, বরইবুনিয়া। ১৫. আফজাল হাওলাদার, ডুমুরিয়া। ১৬. যতীন্দ্রনাথ সিকদার, কুমারখালী। ১৭. আইয়ুব আলী শেখ, চিখলিয়া। ১৮. সাইদুর রহমান, কলার দোয়ানিয়া। ১৯. হরেন্দ্রনাথ মন্ডল, গিলাতলা। ২০. নগেন্দ্রনাথ ম-ল, পাজরাপাড়া। ২১. যজ্ঞেশ্বর হালদার, দক্ষিণ জয়পুর। ২২. ডাঃ মোঃ আলমগীর, মেদুর জিলবুনিয়া, কলারদোয়ানিয়া; রাজশাহী মেডিকেল কলেজ, ইন্টার্নি ডাক্তার: ১৪ ডিসেম্বর হোস্টেল থেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়। [অসম্পূর্ণ]


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।